বাংলা নিউজ > ছবিঘর > George Soros Comment Issue: সোরোসের বক্তব্য 'মোকাবিলা'র বার্তা স্মৃতির, পাল্টা 'থালি বাজানো' প্রসঙ্গ তুলে তোপ মহুয়ার

George Soros Comment Issue: সোরোসের বক্তব্য 'মোকাবিলা'র বার্তা স্মৃতির, পাল্টা 'থালি বাজানো' প্রসঙ্গ তুলে তোপ মহুয়ার

স্মৃতি বলেন,'যাঁরা সোরোসকে নমনীয় বলে মনে করেন, তাঁদের জানা প্রয়োজন যে ভারত আগেও সাম্রাজ্যবাদী নকশাকে পরাজিত করেছে এবং আবারও করবে।' একইসঙ্গে স্মৃতি ইরানি বলেন,' ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কার্যকর্তা হিসাবে, ভারতীয় গণতন্ত্রকে দুর্বল করার এই কৌশল ভারতের শক্তির দ্বারা বন্ধ করা হবে নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রিত্বের নেতৃত্বে।