ঠান্ডায় কাঁপছে দেশের অধিকাংশ রাজ্য। কলকাতায় তাপমাত্রার পারদ নেমেছে ১০ ডিগ্রির ঘরে। রাজধানী দিল্লিতে পারদ নেমেছে ২ ডিগ্রিতে। রাজস্থানে তো কয়েকদিন আগে বরফও পড়েছে। এরই মাঝে সোশ্যাল মিডিয়া ছেয়ে গিয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা তৈরি করা বরফে ঢাকা শহরের ছবি। কলকাতা, দিল্লি, মুম্বইয়ের মতো শহরের বরফে ঢাকা ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
1/8শুক্রবার দিল্লির আয়াননগরের তাপমাত্রা নেমেছে ১.৮ ডিগ্রি সেলসিয়াসে। এর আগে বৃহস্পতিবার দিল্লির সফদরজংয়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাত্র ৩ ডিগ্রি সেলসিয়াস। লোধি রোডেও তাপমাত্রা ছিল ২.৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে তা ৪ ডিগ্রি সেলসিয়াস কম। এরই মাঝে ভাইরাল হয়েছে দিল্লির বরফে ঢাকা 'নকল' ছবি। (ছবি - অংশুমান চৌধিরী)
2/8পঞ্জাব, হরিয়ানা, রাজস্থান-সহ উত্তর ভারতের রাজ্যগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ৩ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। দিল্লিতে প্রায় শৈত্যপ্রবাহ বইছে বলে। তবে আগামী কয়েকদিনে দিল্লির তাপমাত্রা বৃদ্ধি পাবে বলে পূর্বাভাস রয়েছে। তার আগেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের তৈরি বরফে ঢাকা দিল্লির ছবিতে মজেছেন নেটিজেনরা। (পুরোনো দিল্লির ছবি - অংশুমান চৌধিরী)
3/8এদিকে আজ ভোরে কলকাতার তাপমাত্রা নেমে যায় ১০.৯ ডিগ্রিতে। তাপমাত্রার পারদ আরও নামতে চলেছে বলে জানিয়ে দিয়েছে আবহাওয়া অফিস। এই আবহে বরফে কলকাতার ছবিতেও মজেছেন নেটিজেনরা। (ভিক্টোরিয়া হাইজের সামনের ছবি - অংশুমান চৌধিরী)
4/8আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী দু'দিনে রাজ্যের রাতের তাপমাত্রা আরও নামতে চলেছে। শুক্র ও শনিবার পারদ আরও ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। যদিও বরফ পড়ার কোনও সম্ভাবনা নেই। তবে চিন্তাশক্তিকে আটকায় কার সাধ্যি! (ট্রামের ছবি - অংশুমান চৌধিরী)
5/8আগামী বুধবার পর্যন্ত রাজ্যে তাপমাত্রার গ্রাফ নিম্নমুখী থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী দু'দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি কমে যাবে। পরের তিনদিন তাপমাত্রার তেমন হেরফের হবে না। আর এরই মধ্যে বরফে ঢাকা হলুদ ট্যাক্সি থেকে ট্রামের ছবি মন কেড়েছে নেটিজেনদের। (ভিক্টোরিয় মেমোরিয়ালের ছবি - সৌভিক ঘোষ)
6/8আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় কলকাতাতে আরও ২ ডিগ্রি তাপমাত্রা নামার সম্ভাবনা বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এই আবহে অঞ্জন দত্তর লেখা 'হয়তো বরফ পড়বে কলকাতায়' গানটা মনে পড়তেই পারে। তার সঙ্গে যোগ্য সঙ্গত দিচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে তৈরি বরফে ঢাকা ভিক্টোরিয়া। (হলুদ ট্যাক্সির ছবি - সৌভিক ঘোষ)
7/8এদিকে দিল্লি এবং কলকাতায় বরফ পড়লে মুম্বইবাসীর মনে কী আশা জাগতে পারে না? নিশ্চয় পারে। আর তাই বরফ পড়েছে মুম্বইয়ের গেট ওয়ে অফ ইন্ডিয়া এবং সিএসটি বা ভিক্টোরিয়া টার্মিনাসেও। আর্টিস্টের বার্তা 'অসম্ভব বলে কিছু নেই।' (ছত্রপতি শিবাজি টার্মিনাসের ছবি - মহুয়া দাস)
8/8প্রসঙ্গত, উত্তর বা পূর্ব ভারতের মতো ঠান্ডা নেই মুম্বইতে বা পশ্চিম ভারতে। মুম্বইতে আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস। যার কারণে রীতিমতো গরম লাগার জোগাড় সেখানে। তবে তাই হয়ত মুম্বইয়ের তুষারপাতের ভাবনা মন কেড়েছে শীতবিলাসীদের। (গেটওয়ে অফ ইন্ডিয়ার ছবি - মহুয়া দাস)