মা-মেয়ের পোশাক দেখে মুগ্ধ নেটিজেন। ছোট বোন এবং বোনঝির পোশাক দেখে সাবা বলে ওঠেন, ‘মাশাআল্লাহ’।
1/6এথেনিক পোশাকে বলিউড তারাকা বেশিরভাগ সময় লাইমলাইটে থাকেন। সম্প্রতি মেয়ে ইনায়া নাওমি খেমুর সঙ্গে দুধ সাদা লেহেঙ্গা কাটিং শারারা পরে ফটোশ্যুট করেছেন সোহা আলি খান। মা, মেয়েকে একই রকমের পোশাকে ফটোশ্যুট করতে দেখা গিয়েছে। (ছবি ইনস্টাগ্রাম)
2/6নেটদুনিয়ায় সোহার শারারা পরা লুক বেশ পছন্দ হয়েছে নেটিজেনের। একাধিক ফটোশ্যুটের ছবি নেটমাধ্যমে পোস্ট করেছেন অভিনেত্রী।
3/6Gopi Vaid Designs লেবেল থেকে ‘Tamara Peplum Gharara Set’-টি বেছে নিয়েছেন সোহা এবং তাঁর মেয়ে ইনায়া। ইদ উপলক্ষে এই পোশাক পরেছেন দুজনে।
4/6Gopi Vaid Designs-এর ওয়েব সাইটে চোখ রাখতে এই পোশাক অনায়াসেই মিলতে পারে। ওয়েব সাইট থেকে জানা গিয়েছে, সোহার পরনে এই পোশাকের দাম ৩১ হাজার ৫০০ টাকা। (ছবি সৌজন্যে gopivaid.com)
5/6মা-মেয়ের এই ফটোশ্যুট দেখে মুগ্ধ নেটিজেন।
6/6ঘরোয়া যে কোনও অনুষ্ঠানে বা কোনও পারিবারিক অনুষ্ঠানে সোহার পরনে এই শারারার সেট ট্রাই করাই যায়।