বাংলা নিউজ >
ছবিঘর >
পাহাড়ের কোলে জমে উঠেছে সোহিনী-রণজয়ের প্রেম, সিকিমে ছুটির মেজাজে তারকা জুটি
পাহাড়ের কোলে জমে উঠেছে সোহিনী-রণজয়ের প্রেম, সিকিমে ছুটির মেজাজে তারকা জুটি
Updated: 06 Jan 2021, 09:03 PM IST
লেখক Priyanka Bose
- শীতের দেশে বরফে মাখামাখি করছেন সোহিনী-রণজয়।
1/8শীতকে গায়ে মেখে লম্বা ছুটি নিয়ে সিকিমে ঘুরছেন টলি পাড়ার দুই লাভ বার্ড সোহিনী-রণজয়। (ছবি- ইনস্টাগ্রাম)
2/8টলিউডের দুই অভিনেতা সোহিনী সরকার এবং রণজয় বিষ্ণু। ছুটি পেলেই ঘুরতে বেরিয়ে পড়েন দুজনে। বেশ কিছুদিন আগেই বারাণসী থেকে ট্যুর করে ফিরেছেন।
3/8বছর শেষে পাহাড়ের কোলে দেখা গেল দুজনকে। সিকিমের রিনচেংপং, রাবংলা-য় ঘুরে বেড়াচ্ছেন টলি পাড়ার তারকা জুটি।
4/8সামাজিক মাধ্যমে লাইভ করে রণজয় জানিয়েছেন তাঁদের ভ্রমণের অভিজ্ঞতা। রিনচেংপংয়ে একটা হোমস্টে-তে থেকেছেন দু’জনে।
5/8সিকিম যাত্রার একাধিক ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করতে দেখা গেছে সোহিনীকে।
6/8রোজ ঝকঝকে নীল আকাশ পিছনে কাঞ্চনজঙ্ঘা, ছবি পোস্ট করেছেন রণজয় বিষ্ণু।
7/8পাহাড়ের মিঠে আবহাওয়াকে গায়ে রোদ মেখে উপভোগ করতে দেখে গেছে অভিনেতা-অভিনেত্রীকে।
8/8বছরের শেষ দিন তাঁরা কাটিয়েছেন পাহাড়ের কোলে। সামাজিক মাধ্যমে তাঁদের ছবি ইতিমধ্যে ভাইরাল হয়েছে।
অন্য গ্যালারিগুলি