বাংলা নিউজ >
ছবিঘর >
মনের মানুষ রণজয়ের সঙ্গে বারাণসী ভ্রমণে সোহিনী, মেক-আপ ছাড়াই পোস্ট করলেন ছবি
মনের মানুষ রণজয়ের সঙ্গে বারাণসী ভ্রমণে সোহিনী, মেক-আপ ছাড়াই পোস্ট করলেন ছবি
Updated: 14 Dec 2020, 12:06 PM IST
লেখক Priyanka Bose
অভিনেত্রী সোহিনী সরকার এবং অভিনেতা রণজয় বিষ্ণু আপতত ঘুরে বেড়াচ্ছেন বারাণসীতে। সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে নানান মুহূর্তের ছবি।
1/10বিশেষ বন্ধু তথা অভিনেতা রণজয় বিষ্ণুর সঙ্গে বারাণসী ভ্রমনে অভিনেত্রী সোহিনী সরকার। দুজনেই করলেন একাধিক ছবি পোস্ট। ছবি-ইনস্টাগ্রাম
2/10বারাণসীতে নৌকায় বসে সোহিনী। সেই ছবি পোস্ট করেন অভিনেতা রণজয় বিষ্ণু। মুহূর্তকে ধরে রাখতে লেন্সবন্দি করতে দেখা যায় তাঁদের। ছবি-ইনস্টাগ্রাম
3/10বারাণসীর ঘাটে বসে একাধিক ছবি পোস্ট করেন অভিনেত্রী। ছবির ক্যাপশনে লেখেন, 'জীবন তোমার সৃষ্টি'। (ছবি-ইনস্টাগ্রাম)
4/10'একটা ছবি এক হাজার শব্দ বলে' তা যেন অভিনেত্রীর ছবিতে উঠে আসছে। ছবি-ইনস্টাগ্রাম
5/10ঘাটেন বসে সন্ধে বেলাও অভিনেত্রীকে ছবি পোস্ট করতে দেখা যায়। এই ছবি পোস্ট করে সোহিনী ক্যাপশানে লিখেছেন, ‘ঘাট ঘাট কি কাহানী..’। অবলাদের প্রতি তাঁর ভালবাসা এই ছবিতে ধরা পড়েছে। ছবি-ইনস্টাগ্রাম
6/10তেমনি অভিনেতা রণজয় বিষ্ণুকেও দেখা গিয়েছে বারাণসী ট্যুরের সুন্দর মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করতে। সোহিনী তাঁর এই ছবিগুলো তুলেছেন তা ক্যাপশনে জানাতে ভোলেননি তিনি। ছবি-ইনস্টাগ্রাম
7/10ছবি পোস্ট করে অভিনেতা ক্যাপশনে লিখেছেন, 'এটা বারাণসী ছেলেটা এখানেও হেরে গেলে জিতবে কোথায়??!!' ছবি-ইনস্টাগ্রাম
8/10বারাণসীর ঘাটে বসে একাধিক ছবি পোস্ট করেন অভিনেতা। ঠাণ্ডা আবহাওয়ার জন্য দুজনেই শীত পোশাকে ধরা দেন। ছবি-ইনস্টাগ্রাম
9/10প্রায়ই অভিনেতা-অভিনেত্রীকে এদিক-সেদিক ঘুরে বেড়িয়ে ছবি পোস্ট করতে দেখা যায়। দুজনেই ভ্রমন-পিপাসু। ছবি-ইনস্টাগ্রাম
10/10টলিপাড়ায় অভিনেতা রণজয় বিষ্ণুর সঙ্গে অভিনেত্রী সোহিনী সরকারের সম্পর্কের কথা কারোই অজানা নয়। বহুদিন ধরেই সম্পর্কে রয়েছেন জনপ্রিয় দুই তারকা। নানা অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা যায়। ছবি-ইনস্টাগ্রাম
অন্য গ্যালারিগুলি
No Network
Server Issue
Internet Not Available
Wait for it…
Log in to our website to save your bookmarks. It'll just take a moment.