কয়েক ঘণ্টা পরই হতে চলেছে চলতি বছরের শেষ সূর্যগ্রহণ। জেনে নিন বিস্তারিত।
1/4সূর্যগ্রহণের সময়: হিন্দু পঞ্জিকা অনুযায়ী, কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে সূর্যগ্রহণ হবে। সেইমতো আগামী শনিবার (৪ ডিসেম্বর) হতে চলেছে বছরের শেষ সূর্যগ্রহণ। সকাল ১০ টা ৫৯ মিনিট থেকে শুরু হবে গ্রহণ। চলবে দুপুর তিনটে সাত মিনিট পর্যন্ত। (ছবিটি প্রতীকী, সৌজন্য টুইটার)
2/4কোন কোন দেশ থেকে সূর্যগ্রহণ দেখা যাবে? আফ্রিকা, অস্ট্রেলিয়া, দক্ষিণ আমেরিকা এবং অ্যান্টার্কটিকা থেকে সেই গ্রহণ দেখা যাবে। ভারত থেকে সেই গ্রহণ পরিলক্ষিত হবে না। তার ফলে ভারতে সূতক কাল প্রয়োজ্য হবে না। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)
3/4সূর্যগ্রহণের সময় সতর্কতা: বিশেষজ্ঞদের মতে, খালি চোখে সূর্যগ্রহণ দেখা যাবে না। তাতে রেটিনার ম্যাকুলা ক্ষতিগ্রস্ত হতে পারে। তার জেরে আংশিক দৃষ্টিক্ষমতা হারিয়ে যেতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্য রয়টার্স)
4/4ওকখার্ড হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ সন্দীপ কাটারিয়া বলেছেন, ‘সূর্যগ্রহণের মতো চন্দ্রগ্রহণে কোনও ক্ষতি হয় না। যাঁরা সূর্যগ্রহণ খালি চোখে দেখেন, তাঁরা আংশিকভাবে দৃষ্টিশক্তি হারাতে পারেন। কিন্তু চন্দ্রগ্রহণ যথেষ্ট সুরক্ষিত। তা খালি চোখেই দেখা যায়।’ সঙ্গে তিনি বলেছেন, সূর্যগ্রহণের ক্ষেত্রে চোখের মধ্যবর্তী অংশ ক্ষতিগ্রস্ত হয়। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)