বিশ্বের কোথায় কোথায় সূর্যগ্রহণ দেখা যাবে- মূলত, মধ... more
বিশ্বের কোথায় কোথায় সূর্যগ্রহণ দেখা যাবে- মূলত, মধ্যপ্রাচ্য, ইউরোপ, উত্তর পূর্ব আফ্রিকা, পশ্চিম এশিয়া, উত্তর আটলান্টিক মহাসাগর ও ভারত মহাসাগরের উত্তর অংশে দেখা যাবে এই বিশেষ সবর্যগ্রহণ। আংশিক সূর্যগ্রহণ মূলত, তিনটি ভাগে ভাগ হয়ে সম্পন্ন হবে। তা হল প্রাথমিক সময়, চরম সময় ও সমাপ্তির সময়
1/6কালীপুজোর পর দিনই রয়েছে আংশিক সূর্যগ্রহণ। ২৫ অক্টোবরের সূর্যগ্রহণ নিয়ে গোটা বিশ্ব জুড়ে মানুষের কৌতূহল দেখা যাচ্ছে। বিশ্বের কয়েকটি জায়গাতেই এই সূর্যগ্রহণ পরিলক্ষিত হবে। ভারতেও কয়েকটি জায়গায় সূর্যগ্রহণ দেখা যাবে। দেখে নেওয়া যাক বিশ্বের কোন কোন জায়গায় এই আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। এছাড়াও দেখে নেওয়া যাক ভারতের কোন কোন জায়গায় সূর্যগ্রহণ দেখা যাবে।
2/6বিশ্বের কোথায় কোথায় সূর্যগ্রহণ দেখা যাবে- মূলত, মধ্যপ্রাচ্য, ইউরোপ, উত্তর পূর্ব আফ্রিকা, পশ্চিম এশিয়া, উত্তর আটলান্টিক মহাসাগর ও ভারত মহাসাগরের উত্তর অংশে দেখা যাবে এই বিশেষ সবর্যগ্রহণ। আংশিক সূর্যগ্রহণ মূলত, তিনটি ভাগে ভাগ হয়ে সম্পন্ন হবে। তা হল প্রাথমিক সময়, চরম সময় ও সমাপ্তির সময়। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
3/6কখন শুরু হবে সূর্যগ্রহণ- সংবাদ সংস্থা পিটিআই বলছে, আংশিক সূর্যগ্রহণ আইসল্যান্ডে শুরু হবে ভারতীয় সময় দুপির ২.২৯ মিনিটে আর শেষ হবে সন্ধ্যে ৬.৩২ মিনিটে। ভারতে এই সূর্যগ্রহণ বিকেল ৪.২৯ মিনিট নাগাদ দেখা যাবে আর তা শেষ হবে ৫.৪২ মিনিটে। সূর্যগ্রহণের চরম সময় ৫ টা ৩০ মিনিট।(ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
4/6কতক্ষণ স্থায়ী হবে গ্রহণ- ভারতে ২৫ অক্টোবরের সূর্যগ্রহণ ১ ঘণ্টা ৪৫ মিনিট স্থায়ী হবে। এক ঘণ্টার কম সময়ে ভারতের একাধিক শহর থেকে এই গ্রহণ দেখা যাবে। সেই শহরগুলি হল- হায়দরাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, লখনউ, কানপুর, নাগপুর, বিশাখাপত্তনম, পাটনা, ম্যাঙ্গালোর, কোয়েম্বাটুর, উটি, বারাণসী এবং তিরুবনন্তপুরম। দেখা যাবে না , আইজল, ডিব্রুগড়, ইম্ফল, ইটানগর, কোহিমা, শিলচর এবং আন্দামান ও নিকোবর দ্বীপ থেকে।
5/6ভারতের কোন কোন শহরে সূর্যগ্রহণ দেখা যাবে- ভারতের বাকি শহরের তুলনায় সূর্যগ্রহণ সবচেয়ে বেশি স্থায়ী হবে গুজরাতের দ্বারকায়। সবচেয়ে কম স্থায়ী হবে কলকাতায়। এছাড়াও দিল্লি, মুম্বাই, আহমেদাবাদ, সুরাত, পুনে, জয়পুর, ইন্দোর, থানে, ভোপাল, লুধিয়ানা, আগ্রা, চণ্ডীগড়, উজ্জয়িনী, মথুরা, পোরবন্দর, গান্ধীনগর, সিলভাসা, সুরাট এবং পানাজিতে দেখা যাবে এই গ্রহণ।
6/6কলকাতায় কতক্ষণ দেখা যাবে- জানা গিয়েছে, কলকাতায় এই গ্রহণ ১২ মিনিট দেখা যাবে মাত্র। তবে আকাশ মেঘলা থাকলে এই গ্রহণ দেখা সম্ভবপর নাও হতে পারে। যেহেতু ঘূর্ণিঝড় সিত্রাংয়ের পূর্বভাস রয়েছে, তাই এমন আশঙ্কাও থেকে যাচ্ছে। File Photo: PTI)