Solar Flare-এর মারাত্মক প্রভাব! বিদ্যুত্ বিভ্রাট, GPS-এ সমস্যা হতে পারে
Updated: 22 Jun 2022, 12:53 PM ISTNASA সূর্যের পৃথিবী-মুখী দিকে ৮ টি নতুন সানস্পট-এর রিপোর্ট করেছে। এগুলি আমাদের নীল গ্রহে বড়সড় প্রভাব ফেলতে পারে। এগুলি থেকে যে সৌর শিখা উৎপন্ন হবে, তা পৃথিবীতে আঘাত হানতে পারে। এর ফলে ব্ল্যাকআউট হতে পারে। জিপিএস সমস্যাও দেখা দিতে পারে