বাংলা নিউজ > ছবিঘর > Aditya L1 Mission: সম্পন্ন উৎক্ষেপণের মহড়া, সফল যন্ত্রাংশের পরীক্ষাও, সূর্যের দিকে যেতে তৈরি আদিত্য L1

Aditya L1 Mission: সম্পন্ন উৎক্ষেপণের মহড়া, সফল যন্ত্রাংশের পরীক্ষাও, সূর্যের দিকে যেতে তৈরি আদিত্য L1

হাতে বাকি আর মাত্র আড়াই দিন। এই আবহে আদিত্য এল১-কে নিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। আগামী ২ সেপ্টেম্বর অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে পিএসএলভি রকেটে উৎক্ষেপণ করা হবে আদিত্য এল১ স্যাটেলাইট। এর আগে রকেটের পরীক্ষা চালাচ্ছন বিজ্ঞানীরা। উৎক্ষেপণের মহড়া চলছে।