দুর্গাপুরে বিয়ের পর্ব সেরেছিলেন নায়িকা, শুক্রবার ছিল সোমাশ্রীর বিয়ের রিসেপশন। আদৃতের ব্যান্ড ‘পোস্টার বয়েজ’-এর সদস্য শুভময়ের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন নায়িকা।
1/7নিজের শহর দূর্গাপুরে বিয়ের পর্ব সেরেছিলেন অভিনেত্রী সোমাশ্রী ভট্টাচার্য। আর শুক্রবার ছিল ‘করুণাময়ী রাণী রাসমণি’ খ্যাত এই নায়িকার বিয়ের রিসেপশন। সেখানেই ঝলমলে সাজে ধরা দিলেন অভিনেত্রী। (ছবি-ইনস্টাগ্রাম)
2/7অভিনেত্রী আইনি বিয়ে সেরেছিলেন গত বছর অক্টোবরে, আর সম্প্রতি সামাজিকভাবে শুভময় মিত্রর সঙ্গে বিয়ের বাঁধনে বাঁধা পড়লেন নায়িকা। গতকাল বাইপাস লাগোয়া এক ব্যাঙ্কোয়েটে বসেছিল সোমাশ্রী ওরফে শানায়া এবং শুভময়ের বিয়ের রিসেপশন পার্টি। (ছবি-ইনস্টাগ্রাম)
3/7এদিন রাসমণি পরিবারের সদস্যরা পৌঁছেছিলেন সোমাশ্রীকে শুভেচ্ছা জানাতে। পর্দার গদাই ঠাকুর সৌরভ সাহা পৌঁছেছিলেন স্ত্রী সুস্মিতার সঙ্গে। সোমাশ্রীর সবচেয়ে ঘনিষ্ঠ বান্ধবী তথা অভিনেত্রী রোশনি ভট্টাচার্যরও দেখা মিলল স্বামী তূর্য সেনের সঙ্গে। (ছবি-ইনস্টাগ্রাম)
4/7সোমাশ্রী-শুভময়ের বিয়ের মধ্যমণি ছিলেন আদৃত রায়। পর্দার উচ্ছেবাবুর 'ব্যান্ডমেট' শুভময়। 'পোস্টার বয়েজ'-এর সদস্য শুভময়ের রিসেপশনে হাজির ছিলেন আর্যেশ রায়,সৌমিত্র রায়রা। (ছবি সৌজন্যে- ফেসবুক, আর্জেশ রায়)
5/7বিয়ের দিন পারফেক্ট বাঙালি কনের সাজে দেখা মিলেছিল সোমাশ্রী, তবে বিয়েতে একটু হটকে লুকে পাওয়া গেল তাঁকে। হালকা গেরুয়া লেহেঙ্গায় ঝলমল করলেন নায়িকা, ব্লু রঙা প্যান্ট-স্যুটে পাওয়া গেল তাঁর বেটারহাফকে। (ছবি-ইনস্টাগ্রাম)
6/7এদিনের রিসেপশনের ছবিতে খোঁজ পাওয়া গেল না শুভময়ের অন্যতম ঘনিষ্ঠ বন্ধু আদৃত রায়ের। আদৃত কি এই পার্টিতে হাজির ছিলেন? উত্তর মেলেনি। তবে ফ্যানেদের মনে কৌতুহলের শেষ নেই! (ছবি-ইনস্টাগ্রাম)
7/7সোমাশ্রী কিছুদিন আগেই শেষ করেছেন আকাশ ৮-এর ‘ইকির মিকির’ ধারাবাহিকের কাজ। সেখানে কেন্দ্রীয় চরিত্রে দেখা মিলেছে সোমাশ্রীর। আপতত অভিনয় থেকে কিছুদিনের ব্রেক নিয়েছেন, শীঘ্রই নতুন চরিত্রে ফিরবেন নায়িকা। (ছবি-ইনস্টাগ্রাম)