1/6বিতর্ক যেন তাঁর নিত্যসঙ্গী। ব্যক্তিজীবনের টানাপড়েনের কারণে শিরোনামে উঠে আসেন অহরহ। শুক্রবার জীবনের নতুন বছরে পা রাখলেন সেই রিয়া চক্রবর্তী। পেশায় তিনি অভিনেত্রী, মডেল। তবে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রেমিকা হিসেবেই চর্চায় আসেন বারবার। তাঁর ৩০তম জন্মদিনে দেখে নেওয়া যাক দু'জনের একসঙ্গে কাটানো কিছু মুহূর্ত।
2/6শোনা যায়, একত্রবাস করতেন রিয়া-সুশান্ত। সম্পর্ক নিয়ে খোলাখুলি কথা না বললেও মাঝেমধ্যেই একসঙ্গে ছবি দিতেন তাঁরা।
3/6সুশান্তের আকস্মিক মৃত্যুর পর কাঠগড়ায় তোলা হয় রিয়াকে। মাদক সরবরাহের অভিযোগে এক মাস হাজত বাসও হয় তাঁর।
4/6ঘুরতে ভালোবাসতেন সুশান্ত এবং রিয়া। ব্যস্ত রুটিনে ফাঁক পেলেই বেরিয়ে পড়তেন দু'জনে। অবসর যাপনের নানা ছবি ভাগ করে নিতেন অনুরাগীদের সঙ্গে।
5/6সুশান্তের মৃত্যুর পর নিজেকে দীর্ঘদিন চার দেওয়ালে ঘেরাটোপে রেখেছিলেন রিয়া। নেটমাধ্যমেও দেখা মিলত না তাঁর। গত দু'বছরে অনেকটাই বদলেছে অভিনেত্রীর জীবন।
6/6ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরেছেন রিয়া। শুরু করেছেন কাজ। ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে সময় কাটাতে দেখা যায় তাঁকে। সুশান্তের মৃত্যুর পর তাঁর স্মৃতিকে আঁকড়েই দিন কাটছে অভিনেত্রীর।