সোনাক্ষী সিনহার চমক লাগানো ফোটোশ্যুট এখন চর্চায়। দেখে নিন আপনিও।
1/5বলিউডে পা রাখার পরপরই ফ্যাশনে অন্য নায়িকার থেকে একটু পিছিয়েই পরেছিলেন সোনাক্ষী সিনহা। তবে গত বছর থেকেই তিনি রয়েছেন ফুল ফর্মে। চোখ ধাঁধানো সাজে ইনস্টাগ্রামে প্রায়ই ছবি শেয়ার করছেন। যা দেখে ‘ওয়াহ কেয়া বাত হ্যায়’ বেরিয়ে আসছে ভক্তদের মুখ থেকে।
2/5তবে সোনাক্ষীর শেষ ফোটোশ্যুট একটু ‘ভয়ানক’। মোটেও আমরা একথা বলছি না। সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে একথা ‘দাবাং’ নায়িকাকে বলেছেন হুমা কুরেশি। সঙ্গে আবার হাসির স্মাইলিও দিয়েছেন। কেমন সেই সাজ? চলুন দেখে নেই।
3/5ব্লন্ড উইগ পরে একটি ফোটোশ্যুট করেছেন তিনি। আর চুলের সঙ্গে মানানসই এমব্রয়ডারেড সিলভার গাউন পরেছেন তিনি। এই সাজে তিনটি ছবি শেয়ার করেছেন সোনাক্ষী সিনহা। ক্যাপশনে লিখেছেন, ‘নতুন লুক নয়… তবে একটা লুক’।
4/5নিজের মেকআপ টিমের প্রশংসাও করতে দেখা গেল সোনাকে। লিখলেন, ‘বিশেষ প্রশংসা পাবে আমার হেয়ার স্টাইলিং টিম। যারা আমাদের নতুন পরীক্ষা-নিরীক্ষা অসাধারণ করতে ফাটিয়ে দিয়েছে পুরো।’ সোনাক্ষির এই ইনস্টা পোস্টে কমেন্ট করেছেন অনেক বলিউড তারকাই।
5/5চমকে সোনাক্ষি এই মাসকয়েক আগেও দিয়েছিলেন। হাতের চকচকে হিরের আংটি দেখিয়ে বলেছিলেন ‘আমার জন্য একটা বড় দিন!!!’ ক'দিন পর জানান নিজের নেইল ব্র্যান্ড আনছেন। আর সেকারণেই ছিল এমন পোস্ট। আংটি নয়, নখ দেখাতে চেয়েছিলেন তিনি। ইন্ডাস্ট্রির খবর, জাহির ইকবালের সঙ্গে বর্তমানে সম্পর্ক আছে তাঁর।