সোনম কাপুর লন্ডনে অনুষ্ঠিত তার বেবি শাওয়ার থেকে বেশ কিছু অদেখা ছবি পোস্ট করেছেন। দেখুন সেই ছবি-
1/5দিন তিনেক আগেই লন্ডনের বাড়িতে ঘটা করে সাধের অনুষ্ঠান হয়েছে সোনম কাপুরের। সোনম কাপুর ও আনন্দ অহুজার প্রথম সন্তান পৃথিবীর আলো দেখতে চলেছে শীঘ্রই। পরিবার এবং ঘনিষ্ঠরা হাজির হয়েছিলেন সোনমের বেবি শাওয়ারে। অনুষ্ঠারের একগুচ্ছ অদেখা ছবি নেটমাধ্য়মে শেয়ার করেছেন অন্তঃসত্ত্বা অভিনেত্রী। (ছবি ইনস্টাগ্রাম)
2/5খোলা আকাশের নীচে সবুজ ঘেরা ঘরোয়া উদযাপনে বাগানের মধ্যে ঘটা করে অভিনেত্রী সাধের অনুষ্ঠারে আয়োজন করা হয়েছিল। বোন রিয়া কাপুর থেকে শুরু করে অনুষ্ঠানে হাজির ছিলেন সোনম ঘনিষ্ঠরা। গোলাপি গাউনে ঝলমল করছিলেন হবু মা।