অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়ে প্রথমবার জনসমক্ষে দেখা মিলল সোনমের।
1/5অন্তঃসত্ত্বা অভিনেত্রী সোনম কাপুর। দিন কয়েক আগেই মা হওয়ার খবর জানিয়েছিলেন তিনি। শীঘ্রই তাঁর কোল আলো করে আসনে নতুন অতিথি। এরই মাঝে বেবিবাম্প নিয়ে ফটোশ্যুটের ছবি শেয়ার করেছেন সোনম। (ছবি ইনস্টাগ্রাম)
2/5'Ahuja's VegNonVeg' নামক নিজেদের স্টোর উদ্বোধনে স্বামী আনন্দ আহুজার সঙ্গে হাজির হতে দেখা গিয়েছিল সোনমকে। ধবধবে সাদা টপের উপর ক্যাজুয়াল নীল প্যান্টস্যুট পরেছিলেন অন্তঃস্বত্ত্বা সোনম।
3/5ফটোশ্যুটে অভিনেত্রী মাতৃত্বের জেল্লা ফুটে উঠেছে। এ দিন আহুজা দম্পতির সঙ্গে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা অনিল কাপুরও।
4/5‘দাদু’ হওয়ার খুশিতে আনন্দে আত্মহারা অনিল কাপুর। মেয়ে-জামাইয়ের ছবি শেয়ার করে হবু দাদু লিখেছিলেন, ‘এবার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য প্রস্তুতি নিচ্ছি- দাদু। আমাদের জীবন আর আগের মতো থাকবে না। সোনম-আনন্দ তোমরা আমাদের খুশির পরিমাণ দ্বিগুণ করে দিয়েছো এমন সুখবর দিয়ে।’