অনিল কাপুর-বনি কাপুরের বাবা, প্রয়াত বলিউড প্রযোজক সুরিন্দর কাপুরের নামাঙ্কিত একটি চক উদ্বোধন হল চেম্বুরে।
সেই চকের আনুষ্ঠানিক উদ্বোধনে সামিল হল গোটা কাপুর পরিবার।
চেম্বুরেই জন্মছেন বনি কাপুর, অনিল কাপুর। নিজেরদের জন্মস্থানে এসে এদিন ইমোশ্যানাল তাঁরা। এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন অর্জুন কাপুর, অনিল কাপুরের বোন রীনা কাপুর ,তাঁর পুত্র অভিনেতা মোহতি মারওয়াও। এদিনের অনুষ্ঠানে সাবেকি পোশাকে সেজেছিলেন সোনম-জাহ্নবী। আকাশি কুর্তা ও চুড়িদারে মিষ্টি লাগছিল জাহ্নবীকে। সোনমকে পাওয়া গেল ডিজাইনার সঞ্জয় গর্গের গ্ল্যামারাস হলুদ-সবুজ সালোয়ার-কোটে। সঞ্জয় কাপুর কন্যা শানায়া পড়েছিলেন ক্যাজুয়াল জিনস,টপ । সুরিন্দর কাপুরের নামাঙ্কিত চকের সানমে তাঁর ছেলে-মেয়ে ও নাতি-নাতনিরা। পরিবারের সঙ্গে এই বিশেষ মুহূর্ত নিজের মুঠোফোনে বন্দি করতে ব্যস্ত অভিনেতা মোহিত মারওয়া ২০১১ সালে মৃত্যু হয় সুরিন্দর কাপুরের। ফিল্ম অ্যান্ড টেলিভিশন প্রোডিউসার গিল্ডেরও সভাপতি ছিলেন তিনি(১৯৯৫-২০০১)।জুদাই, সিরফ তুম, পুকার, হামারা দিল আপকে পাস হ্যায়, নো এন্ট্রির মতো একাধিক হিট ছবির প্রযোজক ছিলেন তিনি। এদিন অর্জুন কাপুর দীর্ঘ ইন্সটাগ্রাম পোস্টে লেখেন, কেমনভাবে এররাশ স্বপ্ন নিয়ে মুম্বইয়ে এসে কেরিয়ার শুরু করেছিলেন তাঁর ঠাকুরদা। অর্জুন লেখেন,' মঘুল-এ-আজম ছবির সহকারী থেকে আজ তাঁর প্রযোজনার ঐতিহ্যকে এগিয়ে চলেছে তাঁর নাতি-নাতনিরা। চেম্বুরের প্রত্যেকটা মানুষকে ধন্যবাদ আমাদের এই স্বপ্নটা সফল করবার জন্য। আমরা সবাই বিনোদন জগতের সঙ্গে যুক্ত কারণ আমার ঠাকুরদা এটাকে নিজের পেশা হিসাবে বেছে নিয়েছিল, আমরা গর্বিত যে আমাদের নামের পাশে কাপুর পদবিটা রয়েছে। সেই পরম্পরাটা সূচনা করেছিলেন আমার ঠাকুরদা সুরিন্দর কাপুর'।