লন্ডনের বাড়িতে রাজকীয় ডিনারের আয়োজন, বন্ধুর সঙ্গে পার্টি, পাজামা পরে স্বামী আনন্দের সঙ্গে বর্ষবরণের পার্টিতে মেতে উঠেছেন সোনম কাপুর আহুজা। রইল দম্পতির নববর্ষ উদযাপনের ছবি-
1/10অভিনেত্রী সোনম কাপুর, স্বামী তথা ব্যবসায়িক আনন্দ আহুজার সঙ্গে নতুন বছর লন্ডনের বাড়িতে খুব ঘরোয়া ভাবে উদযাপন করেছেন। নিজেদের মতো করে নতুন বছর উদযাপন করার ছবি নেটমাধ্যমে শেয়ার করেছেন দম্পতি। (ছবি ইনস্টাগ্রাম)
2/10স্বামী আনন্দের সঙ্গে রঙ মিলিয়ে এদিন কালো আউটফিট পরেছেন সোনম। কানে ডায়মমন্ডের দুল এনং দু'হাতে চুরি পরেছেন। অন্যদিকে আনন্দকে মিশমিশে কালো শার্টের সঙ্গে কালো প্যান্ট পরে দেখা গেছে ছবিতে।
3/10বর্যবরণের রাতে আনন্দের সঙ্গে কাটানো একাধিক মিষ্টি এবং ঘনিষ্ঠ মুহূর্তের ছবি শেয়ার করেন সোনম কাপুর। স্বামীর ঠোঁটে ঠোঁট রেখে উষ্ণ চুমু খেয়ে ছবি শেয়ার করেছেন।
4/10স্বামী আনন্দের সঙ্গে লন্ডনের বাড়ি থেকে ছবি শেয়ার করে সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন বলি ডিভা।
5/10অন্যদিকে, অভিনেত্রীর স্বামী আনন্দ আহুজা, পাজামা পরে সোনমের একটি ছবি শেয়ার করেছেন। ছবিতে খুব সাদামাটা লুকে দেখা যাচ্ছে নায়িকাকে।
6/10স্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠ ছবি শেয়ার করে সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন আনন্দ।
7/10ডিনার টেবিলে সাজানো রকমারি খাওয়ার। বাড়িতে জমিয়ে নতুন বছর সেলিব্রেট করলেন তারকা দম্পতি।
8/10এদিন নিজেদের হোম ডিনার ডেটে, টেবিলের একাধিক ছবি শেয়ার করেন সোনম।
9/10রইল সোনম কাপুর এবং আনন্দ আহুজার বিলাসবহুল ডিনার ডেটের ঝলক।
10/10এক বন্ধুর সঙ্গে এদিন নববর্ষের আগে পার্টিতে মেতে উঠেছিলেন সোনম এনং আনন্দ।