টেলিউডের একাধিক তারকা হাজির হয়েছিলেন নীল-পৃথার রিশেপশনে।
1/11সাত পাক ঘুরে বিয়ে সেরেছেন অভিনেতা নীল চট্টোপাধ্যায় ও অভিনেত্রী পৃথা চন্দ। কাউকে কিচ্ছুটি টের পেতে দেননি, চুপিসারেই বিয়ের পর্ব সেরেছেন জুটি, তবে রিসেপশনে ছিল চাঁদের হাট।
2/11দু-দিন আগেই ইনস্টাগ্রামে বিয়ের ছবি পোস্ট করে নতুন ইনিংস শুরুর খবরটা দিয়েছিলেন নীল। আর বৃহস্পতিবার বসল রিসেপশনের আসর। পৌঁছেছিল অভিনেতার টেলি পাড়ার বন্ধুরা। প্রেমিক তথা পরিচালক স্বর্ণেন্দু সামাদ্দারকে নিয়ে নীলকে শুভেচ্ছা দিতে পৌঁছেছিলেন অভিনেত্রী শ্রুতি দাস।
4/11টেলিপাড়ার মহিলা ব্রিগেড। আনন্দের মাঝেই গ্রুপফি তুলতে ভুললেন না শ্রুতি, উষসীরা।
5/11নতুন বউয়ের সঙ্গে আলাপচারিতায় মগ্ন শ্রুতি।
6/11সৌদামীনির সংসারে ‘লোকু’র চরিত্রে অভিনয় করছেন নীল। ব্যাপক জনপ্রিয় এই চরিত্রের জন্য সববয়সী দর্শকদের কাছে ভালোবাসা পেয়ে থাকেন নীল। এছাড়াও জিতের সঙ্গে একটি ছবিতেও স্ক্রিন শেয়ার করেছেন অভিনেতা।