ফের একবার টিভির পর্দায় 'দাদাগিরি' করতে আসছেন সৌরভ ... more
ফের একবার টিভির পর্দায় 'দাদাগিরি' করতে আসছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সব গুজব উড়িয়ে হাজার ব্যস্ততার মধ্যেও তিনি শুরু করে দিলেন দাদাগিরি-র সিজন ৯ এর শ্যুটিং। ফ্লোর থেকেই শ্যুটের হরেকরকম ছবি পোস্ট করলেন সৌরভ গাঙ্গুলি স্বয়ং।
1/7ফের আসছে দাদাগিরি। শুরু হয়ে গেল দাদাগিরি-র সিজন ৯ এর শ্যুটিং। ফ্লোর থেকেই শ্যুটের হরেকরকম ছবি পোস্ট করলেন সৌরভ গাঙ্গুলি স্বয়ং। (ছবি সৌজন্যে - ইনস্টাগ্রাম)
2/7এবারের 'দাদাগিরি'-র বিভিন্ন এপিসোড উঠে আসবে বন্ধুত্বের নানান গল্প। সেইসব গল্প টেলিভিশনের এপারে বসা দর্শকদের সঙ্গে ভাগ করে নেবেন সৌরভ স্বয়ং। তাই তো শোয়ের প্রোমোতে 'দাদা'-কে বলতে শোনা যাচ্ছে, 'হাত বাড়ালেই বন্ধু!' (ছবি সৌজন্যে - ইনস্টাগ্রাম)
3/7প্রতিবারের মতো এবারেও দাদাগিরি শোয়ের থিম থেকে প্রতিটি এপিসোড থাকছে দেদার চমক। 'বন্ধুত্বের' গল্পের পাশাপাশি উঠে আসবে কিছু সাধারণ মানুষের অসাধারণ জীবনের কাহিনি। যাঁরা নিজেদের কাজের মাধ্যমেই সাধারণের মধ্যে থেকেও হয়ে উঠেছেন অসাধারণ।
4/7সম্ভবত চলতি মাসের শেষের দিকেই পর্দায় আস্তে চলেছে 'দাদাগিরি'। সেই হিসেবে ভক্তদের কাছে এটাই এবারের পুজোর উপহার হতে চলেছে সৌরভের। (ছবি সৌজন্যে - ইনস্টাগ্রাম)
5/7ইতিমধ্যেই এক বিশেষ পর্বের শুটিং হয়ে গেছে। শহরে ফেলা শ্যুটিং সেটে একসঙ্গে হাজির হয়েছিলেন মুম্বই ও কলকাতার শিল্পীরা। দাদাগিরির মঞ্চে শ্রীকান্ত আচার্য, রাঘব, রূপঙ্করের পাশাপাশি ছিলেন আকৃতি কক্কর, ইমন চক্রবর্তীরা। (ছবি সৌজন্যে - ইনস্টাগ্রাম)
6/7সৌরভের ইনস্টাগ্রাম পোস্টে সঙ্গে সঙ্গে কমেন্ট করেন জি বাংলার 'সারেগামাপা'র সঞ্চালক অভিনেতা আবীর চট্টোপাধ্যায়। লেখেন, 'ওয়েলকাম ব্যাক'। (ছবি সৌজন্যে - ইনস্টাগ্রাম)
7/7দাদাগিরি সঞ্চালনা করবেন না, এমন খবর ছড়িয়ে পড়ে। সেসব খবরকে স্রেফ গুজব বলে উড়িয়ে দিয়ে ইনস্টাগ্রামে ছবি দিয়ে ঘোষণা করলেন 'দাদা'। সঙ্গে ছবির ক্যাপশনও ছিল যথাযথ। (ছবি সৌজন্যে - ইনস্টাগ্রাম)