1/5সৌরভকে ২২ গজে যতটা পছন্দ করে জনতা, ঠিক ততটাই ‘দাদাগিরি’র সেটে। টিভির দুনিয়ায় এক নতুন স্বাদের রিয়েলিটি শো এনে সকলকে চমকে দিয়েছিলেন মহারাজ। তবে একটা খারাপ খবর রয়েছে! খুব জলদি শেষ হবে দাদাগিরি। ফাইনালের শ্যুট ২০ মে অর্থাৎ আগামী শুক্রবার। যদিও তা কবে সম্প্রচার হবে, তা এখনও স্পষ্ট নয়।
2/5যদিও মন খারাপের কোনও কারণ নেই। কেননা, শেষ হচ্ছে দাদাগিরির নবম সিজন। আর বরাবরের মতো মাসখানেকের ব্রেকের পর আসবে দশম সিজন। নিউটনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে ফাইনালের শ্যুটিং হবে বলেই খবর মিলছে। এদিকে এবারের ফাইনালে বলিউড থেকে আসছেন বিশেষ জুটি।
3/5প্রথমে শেনা গিয়েছিল বিগ বি মানে অমিতাভ বচ্চন আসবে এবারে। এমনকী, যুবরাজের আসার কথাও শোনা গিয়েছিল। তবে ফাইনাল হয়েছে কাজল আর অজয়ের নাম। মায়ের সূত্রে বাঙালি কাজল। তাই তাঁর একটা বাঙালি ছোঁয়া তো আছেই! এর আগে তাঁর খুড়তুতো বোন রানি মুখোপাধ্যায়ও এসেছিলেন সৌরভের গেম শো-তে।
4/5দিনকয়েক আগে শ্রীদেবী-কন্যা জাহ্নবী কাপুর এসেছিলেন ‘দাদাগিরি’তে। রবিবার টেলিকাস্ট হয় সেই এপিসোড। বাংলার ইউটিউবাররা এদিন এসেছিলেন সৌরভের সঙ্গে খেলার মঞ্চ মাতাতে।
5/5দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, দার্জিলিং, বাঁকুড়া, বীরভূম ও পশ্চিম বর্ধমান মিলিয়ে মোট ছয়টি জেলা ফাইনালে খেলবে। প্রায় আট-নয় মাস ধরে ন' নম্বর সিজন। ফাইনাল মিলিয়ে মোট ৭২ টি পর্ব। আপাতত মুম্বইতে রয়েছেন সৌরভ একটি বিজ্ঞাপনের শ্যুটে। ১৮ তারিখ কলকাতায় ফিরবেন। তারপরই হবে ফাইনালের শ্যুট।