শোভন-বৈশাখীর রোম্যান্টিক ‘কাশ্মীর ফাইলস’। চোখ ফেরানো দায় এই সব ছবি দেখে, দেখেছেন?
1/6শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের প্রেম কাহিনি হার মানাবে যে কোনও ফিল্মের চিত্রনাট্যকে। সমাজ, বয়স কোনও কিছুর পরোয়া করেননি তাঁরা। আপতত বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের ফেসবুকের দেওয়াল বলছে ভূ-স্বর্গ কাশ্মীরে কোয়ালিটি টাইম কাটাচ্ছেন এই প্রেমিক যুগল। (ছবি-ফেসবুক)
2/6শোভন-বৈশাখীর সঙ্গে কাশ্মীর সফরে গিয়েছে বৈশাখী দেবীর একমাত্র কন্যা মেহুলও। সপরিবারে পোজ দিয়েও একগুচ্ছ ছবি পোস্ট করেছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। (ছবি-ফেসবুক)
3/6কখনও সাদা বরফে মাখামাখি করছেন দুজনে, আবার কখনও টিউলিপ গার্ডেনে বসে হাসি মুখে পোজ দিচ্ছেন শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়। ঝড়ের গতিতে ভাইরাল কলকাতার প্রাক্তন মেয়র ও তাঁর প্রেমিকার এই ছবি। (ছবি-ফেসবুক)
4/6কলকাতার গরম, তার উপর সক্রিয় রাজনীতি থেকে এখন বহুদূরে শোভন-বৈশাখী- তাই বোধহয় একটু জিরিয়ে নিতে ভূ-স্বর্গকেই বেছে নিয়েছেন দুজনে।
5/6শ্রীনগরে ইন্দিরা গান্ধি মেমোরিয়াল টিউলিপ গার্ডেনে বৈশাখী বন্দ্যোপাধ্যায়, তাঁর কন্যা মেহুল ও শোভন চট্টোপাধ্যায়। (ছবি-ফেসবুক)
6/6গুলমার্গের বরফ ঢাকা পরিবেশে শোভনকে জাপটে ধরে বৈশাখী। কপোত-কপোতীর এই রোম্যান্স দেখে হাঁ সকলে। কপল গোলস কাকে বলে তা বেশ ভালোভাবেই শেখাচ্ছেন এই জুটি। (ছবি-ফেসবুক)