বাংলা নিউজ >
ছবিঘর >
Spain AC Temperature: রোজ রাতে এসি ২৪ ডিগ্রিতে রেখে ঠাণ্ডা ঘরে ঘুমোন? জানেন স্পেনে কী ঘটেছে!
Spain AC Temperature: রোজ রাতে এসি ২৪ ডিগ্রিতে রেখে ঠাণ্ডা ঘরে ঘুমোন? জানেন স্পেনে কী ঘটেছে!
Updated: 06 Aug 2022, 10:23 PM IST
লেখক Sritama Mitra
শুধু গরমের দিনে এসির তাপমাত্রা ২৭ ডিগ্রি সর্বনিম্ন...
more
শুধু গরমের দিনে এসির তাপমাত্রা ২৭ ডিগ্রি সর্বনিম্ন করাই নয়, একইসঙ্গে শীতের দিনেও ১৯ ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা করারও নির্দেশ দিয়েছে স্পেন প্রশাসন। স্পেনে আজকের সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করেছে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আর সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করেছে ২১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
1/5প্রবল ভয়ঙ্কর এক তাপপ্রবাহে হাসফাঁস করছে স্পেন। তারই মাঝে সেদেশে এসি চালিয়ে ঘরে ঠাণ্ডা আমেজ ধরে রাখার চেষ্টায় নাগরিকরা। এদিকে, স্পেনের সরকার এই পরিস্থিতিতে দিয়েছে এক বড়সড় বিধি লাগু করে। Photographer: Angel Garcia/Bloomberg
2/5স্পেনের সরকার জানিয়েছে গরমের দিনে এসি ২৭ ডিগ্রি সেলসিয়াসের নিচে রেখে চালানো যাবে না। এটি নিয়ে দেশে লাগু হয়েছে কড়া বিধি। উল্লেখ্য, ক্রমেই বিশ্ব জুড়ে শক্তির অভাব দেখা যেতে শুরু করেছে। যাতে বিদ্যুতিক শক্তি বেশি খরচ না হয়, তাই স্পেনে এসির তাপমাত্রা ২৭ ডিগ্রিতেই সর্বনিম্ন রাখার ঘোষণা করা হয়েছে। Photographer: Angel Garcia/Bloomberg
3/5প্রশ্ন উঠতে পারে, স্পেন কেন এমন পথে চলল? তার জবাব লুকিয়ে রয়েছে ইউক্রেনে রুশ হামলার দিকে। যাতে দেশের শক্তি সম্পদ কমে না যায়, আর রাশিয়ার ওপর প্রাকৃতিক গ্যাসের বিষয়ে নির্ভরতা কমানো যায়, তার জন্যই স্পেন এমন পদক্ষেপ নিয়েছে। শুধু গরমের দিনে এসির তাপমাত্রা ২৭ ডিগ্রি সর্বনিম্ন করাই নয়, একইসঙ্গে শীতের দিনেও ১৯ ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা করারও নির্দেশ দিয়েছে স্পেন প্রশাসন। (AP Photo/Paul White)
4/5এদিকে, ভারতে শক্তিসম্পদকে নিঃশেষ হওয়া থেকে রক্ষা করতে ২০২০ সালে এসির সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি (সেট রাখার) করার কথা বলা হয়েছিল। অন্যদিকে, স্পেনের সর্বত্র হোটেল থেকে শুরু করে রেস্তোরাঁয় এসির তাপমাত্রা সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াস করার কথা বলা হয়েছে। ছবি সৌজন্য-Pixabay
5/5স্পেনে আজকের সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করেছে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আর সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করেছে ২১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সেই জায়গা থেকে তীব্র তাপপ্রবাহের দাপট বাড়তি অস্বস্তি জুগিয়ে যাচ্ছে স্পেনের বাসিন্দাদের।