Sealdah-Puri special trains in January 2024: জানুয়ারিতে আচমকা পুরী ঘোরার প্ল্যান? চলবে ৮ স্পেশাল ট্রেন, আছে ৯,০০০ টিকিট
Updated: 03 Jan 2024, 12:34 PM ISTজানুয়ারিতে শিয়ালদা এবং পুরীর মধ্যে চার জোড়া স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল। তার ফলে জানুয়ারির ছুটিতে কেউ যদি পুরীতে ঘুরতে যাওয়ার বিষয়ে ভাবনাচিন্তা করেন, তাঁর হাতে সুবর্ণ সুযোগ আছে। প্রজাতন্ত্র দিবসের আশপাশেও ঘুরে আসতে পারেন।
পরবর্তী ফটো গ্যালারি