আগামিকাল (৩ মে) পড়েছে অক্ষয় তৃতীয়া। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এবার বিশেষ যোগে অক্ষয় তৃতীয়া হতে চলেছে (Special Yog on Akshaya Tritiya 2022)। প্রায় ৫০ বছর পরে এমন যোগ তৈরি হয়েছে। যে অভাবনীয় যোগের কারণে একাধিক রাশির জাতকরা লাভবান হবেন।
1/5আগামিকাল অক্ষয় তৃতীয়া। প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের তিথিতে অক্ষয় তৃতীয়া উদযাপন করা হয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এবার এমন একটি যোগে অক্ষয় তৃতীয়া হবে, যা প্রায় ৫০ বছর পরে তৈরি হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
2/5জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এবার মঙ্গল রোহিণী নক্ষত্রের শোভন যোগে পালন করা হবে। প্রায় ৫০ বছর পরে এরকম শুভ সংযোগ তৈরি হচ্ছে। সেই যোগের ফলে একাধিক রাশির জাতকরা লাভবান হবেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
3/5জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়ায় প্রায় ৫০ বছর পর দুটি গ্রহ উচ্চ রাশিতে অবস্থান করবেন। দুটি গ্রহ নিজের রাশিতেই আছেন। শুভ যোগ এবং গ্রহের অবস্থানের কারণে অক্ষয় তৃতীয়ায় স্নান এবং দান করলে পুণ্য লাভ করবেন। সেদিন জল ভরতি কলসিতে ফল রেখে দান করলে শুভ ফল লাভ করবেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
4/5গ্রহের অবস্থান: অক্ষয় তৃতীয়ায় রোহিণী নক্ষত্র, শোভন যোগ, তৈতিল করণ এবং বৃষ রাশিতে চন্দ্র একইসঙ্গে আসছেন। সেইসময় মঙ্গল রোহিণী যোগ তৈরি হতে চলেছে। সেইসঙ্গে পাঁচ দশক পরে গ্রহের বিশেষ যোগ তৈরি হচ্ছে। অক্ষয় তৃতীয়ায় নিজের উচ্চ রাশি বৃষে আসবেন চাঁদ। নিজের উচ্চ রাশিতে মীনে থাকবেন শুক্র। তাছাড়া শনি নিজের কুম্ভ এবং বৃহস্পতি নিজের রাশিতে মীনে থাকবেন। চার গ্রহের অবস্থানের জন্য অক্ষয় তৃতীয়ায় শুভ সংযোগ তৈরি হচ্ছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
5/5(বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদনে যে সব কথা বলা হয়েছে, তা পুরোপুরি সঠিক হবে, এমন দাবি করছে না হিন্দুস্তান টাইমস বাংলা। পুরোটাই জ্যোতিষীদের বক্তব্য তুলে ধরা হয়েছে।)