বাংলা নিউজ > ছবিঘর > সংসদে শুরু প্রথাগত গ্রুপ ছবি তোলার প্রস্তুতি! লোকসভা ভোট কি এগিয়ে আসছে? জল্পনা তুঙ্গে

সংসদে শুরু প্রথাগত গ্রুপ ছবি তোলার প্রস্তুতি! লোকসভা ভোট কি এগিয়ে আসছে? জল্পনা তুঙ্গে

মূলত, বিধি অনুযায়ী, লোকসভা ভোটের পর সংসদের প্রথম অধিবেশনে ও ভোটের আগে সাংসদদের নিয়ে আয়োজিত হয় এই গ্রুপ ছবির সেশন। তবে সেপ্টেম্বরে আচমকা সংসদের অধিবেশন ডাকা ও গ্রুপ ছবির তোড়জোড় নিয়ে এবার জল্পনা তুঙ্গে।