পড়ল বোমা, 'আক্রান্ত' বিরোধীরা - হিংসার মধ্যেই পুরভোটে শান্তি-অশান্তির তরজা
Updated: 19 Dec 2021, 11:39 PM ISTবিনা রক্তপাতে মিটল না কলকাতা পুরনিগমের নির্বাচন। দিনভর শহরের বিভিন্ন প্রান্ত থেকে মিলল বিক্ষিপ্ত হিংসার খবর। শিয়ালদহে টাকি স্কুলের সামনে পড়েছে বোমা। বেলেঘাটাতেও বোমাবাজির অভিযোগ উঠেছে। কোথাও বিরোধী প্রার্থীরা আক্রান্ত হয়েছেন বলে দাবি তোলা হয়েছে। তারইমধ্যে ভোট শান্তিপূর্ণ হয়েছে নাকি অশান্তি ছড়িয়েছে, তা নিয়ে তরজা শুরু হয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বিরোধীদের মধ্যে। কলকাতার সব বুথেই পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে বিজেপি।
পরবর্তী ফটো গ্যালারি