Delhi Bulls vs Bangla Tigers: সোমবার আবুধাবি T10 ম্যাচে দিল্লি বুলস বনাম বাংলা টাইগার্সের ম্যাচে বল হাতে লজ্জার নজির গড়লেন দাসুন শানাকা। মাত্র ৩ বলে ৩০ রান খরচ করলেন তিনি।
1/5 সোমবার আবুধাবি T10 ম্যাচে দিল্লি বুলস বনাম বাংলা টাইগার্সের ম্যাচে বল হাতে লজ্জার নজির গড়লেন দাসুন শানাকা। মাত্র ৩ বলে ৩০ রান খরচ করলেন তিনি। (ছবি-এক্স)
2/5 দিল্লি বুলস বনাম বাংলা টাইগার্স আবুধাবি T10 ম্যাচে মাত্র ৩ বলে ৩০ রান খরচ করলেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক দাসুন শানাকা। প্রথমে ব্যাট করে, দিল্লি বুলস কিছুটা সমস্যায় পড়েছিল কিন্তু অসি ব্যাটার নিখিল চৌধুরীর সঙ্গে পাকিস্তানের অলরাউন্ডার শাদাব খান তাদের দলকে সমস্যা থেকে উদ্ধার করেন। নির্ধারিত ২০ ওভারে ১২৩ রান করেন। (ছবি-এক্স)
3/5 ইনিংসের দ্বিতীয় শেষ ওভারে বল করতে এসে দাসুন শানাকা চারটি নো বল করেন এবং তার প্রথম তিনটি ডেলিভারিতে পাঁচটি চার হজম করেন এবং সর্বোচ্চ রান দেন। দিল্লি বুলস বনাম বাংলা টাইগার্সের প্রথম ইনিংসের শেষে, নিখিল চৌধুরী মাত্র ১৬ বলে ৪৭ রানে অপরাজিত ছিলেন এবং শাদাব ১০ বলে দশ রানের জন্য দ্বিতীয় ফিডল খেলেন। (ছবি-এক্স)
4/5 ৯ নম্বর ওভারটি করতে আসেন দাসুন শানাকা। ওভারের প্রথম বলে চার হজম করেন তিনি। সেই সময়ে ব্যাট করছিলেন নিখিল চৌধুরী। এরপরে দুটো বল নো করেন দাসুন শানাকা এবং দুটো বলেই চার মারেন চৌধুরী। ওভারের দুই নম্বর ও ৩ নম্বর বলে যথাক্রমে চার ও ছক্কা মারেন নিখিল চৌধুরী। তবে এখানেই শেষ নয়। ওভারের চতুর্থ বল করতে এসে প্রথমটি নো করেন এবং পরের বলটিও নো করে চার হজম করেন দাসুন শানাকা। অর্থাৎ তখনও ওভারের মাত্র তিনটি বল হয়েছিল। এভাবে মাত্র ৩ বলে ৩০ রান দেন শ্রীলঙ্কা দলের প্রাক্তন ক্যাপ্টেন। (ছবি-এক্স)
5/5 এদিনের ম্যাচর কথা বললে, টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছিল বাংলা টাইগার্স। দিল্লি বুলপ্রথমে ব্যাট করে নির্ধারিত ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২৩ রান তোলে। এই সময়ে দাসুন শানাকা তার ৩ বলে ৩০ রানের ওভারটি করেছিলেন। ১২৪ রান তাড়া করতে নেমে ৯.৪ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলা টাইগার্স। সাত উইকেটে ম্যাচ জেতে বাংলা টাইগার্স। লিয়াম লিভিংস্টোন ১৫ বলে ৫০ রান করেন এবং দাসুন শানাকা ১৪ বলে ৩৩ রানের ইনিংস খেলেন। (ছবি-এক্স)