5 things India need to do against SL: পাকিস্তানের বিরুদ্ধে একাধিক ভুলের মাশুল গুনতে হয়েছিল। যে কারণে এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে হারতে হয়েছিল ভারতকে। শ্রীলঙ্কার বিরু কার্যত ‘ডু অর ডাই’ ম্যাচে সেই বিষয়গুলি নিয়ে রোহিত শর্মাদের সতর্ক থাকতে হবে। কোন কোন পাঁচ বিষয় ভারতকে করতে হবে, তা জেনে নিন -
1/6স্পিন সামলানো থেকে ছোটো ইনিংস আটকানো - এই ৫ বিষয়গুলি করতেই হবে ভারতকে। (ছবি সৌজন্যে এপি)
2/6শ্রীলঙ্কার স্পিনারদের সামলানো: পাকিস্তানের বিরুদ্ধে স্পিনারদের সামলাতে রীতিমতো সমস্যায় পড়েছিল ভারত। পেসারদের যেখানে বেধড়ক মেরেছিল, সেখানে স্পিনারদের বিরুদ্ধে আট ওভারে মাত্র ৫৬ রান তুলেছিল টিম ইন্ডিয়া। হারিয়েছিল তিন উইকেট। যা সার্বিকভাবে ভারতের মোট রানের উপর প্রভাব পড়েছিল। ভারত যদি ১৫-২০ রান বেশি তুলতে পারত, তাহলে ম্যাচের রং অন্য হতে পারত। তাই শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতকে সতর্ক থাকতে হবে। কারণ শ্রীলঙ্কার হাতে ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানার মতো স্পিনার আছে। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি)
3/6শ্রীলঙ্কার ছোটো-ছোটো ইনিংস আটকানো: এবার এশিয়া কাপে শ্রীলঙ্কার ব্যাটাররা যে খুব বড় রান করছেন, সেটা নয়। বরং আক্রমণাত্মকভাবে ছোটো-ছোটো ইনিংস খেলছেন। যা ম্যাচের ফয়সালা করে দিচ্ছে। বাংলাদেশ এবং আফগানিস্তানের বিরুদ্ধে সেভাবেই বড় রান তাড়া করে জিতেছিল। তাই ভারতকে সেই বিষয়ে অত্যন্ত সতর্ক থাকতে হবে। নাহলে বোঝার আগেই রক্তক্ষরণ হতে শুরু করবে। (ফাইল ছবি, সৌজন্যে এপি)
4/6ভারতীয়দের খেলার ধরণ: পাকিস্তানের বিরুদ্ধে ভালো শুরু করেও বাজেভাবে উইকেট ছুড়ে দেয় ভারত। বিশেষত কেএল রাহুল, সূর্যকুমার যাদব, ঋষভ পন্তরা বাজেভাবে আউট হন। তার জেরে শেষের দিকে আরও আক্রমণাত্মক হতে পারেননি ভারতীয় ব্যাটাররা। বিরাট কোহলি ক্রিজে থাকলেও তাঁকে সেই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হয়। তার জেরে ১৫-২০ রান কম উঠেছিল। শ্রীলঙ্কার ক্ষেত্রে সেই সমস্যাটা এড়াতে হবে। (ছবি সৌজন্যে এএফপি)
5/6মাঝের ওভারগুলিতে উইকেট তোলা: পাকিস্তানের বিরুদ্ধে মাঝের ওভারে ম্যাচ হাতছাড়া হয়ে গিয়েছিল ভারতের। সেইসময় তেমন ছাপ ফেলতে পারেননি ভারতীয় বোলাররা। ১০ ওভারে ৯১ রান তুলেছিল পাকিস্তান। পড়েছিল মাত্র এক উইকেট। শ্রীলঙ্কার বিরুদ্ধে সেই জায়গাটা নিয়ে ভারতকে সতর্ক থাকতে হবে। বড় পার্টনারশিপ থাকলে শেষের দিকে বাড়তি সুবিধা পেয়ে যাবে শ্রীলঙ্কা। (ছবি সৌজন্যে এপি)
6/6ফিল্ডিংয়ে উন্নতি: পাকিস্তানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ক্যাচ ফস্কে দেওয়ায় পাকিস্তানের বিরুদ্ধে ভুগতে হয়েছিল ভারতকে। শ্রীলঙ্কার বিরুদ্ধে ‘ডু অর ডাই’ ম্যাচে সেই ভুলটা করলে কোনওভাবেই চলবে না। ভারতকে একেবারে নিখুঁত ফিল্ডিং করতে হবে। (ছবি সৌজন্যে এপি)