মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে WPL-র ইতিহাসে প্রথম খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত হতে চলেছ। সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীরা এই নিলামের দিকে নজর রাখছে কারণ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আদলে WPL নিলামেও খেলোয়াড়দের উপর মোটা টাকা বর্ষিত হতে চলেছে।
1/4বর্তমানে অ্যাশলেই গার্ডনার অস্ট্রেলিয়ান সেরা টি-টোয়েন্টি অলরাউন্ডারের শীর্ষ ৩-৪ তে জায়গা করে নিয়েছেন। গার্ডনার একজন চমৎকার অফ-স্পিনারের পাশাপাশি একজন বিস্ফোরক ব্যাটসম্যান। তার বিশেষত্ব হল মিডল অর্ডার থেকে লোয়ার অর্ডার পর্যন্ত যে কোন জায়গায় তাঁকে ব্যবহার করা যায় এবং প্রতিটি ব্যাটিং অর্ডারে তিনি সমানভাবে কার্যকর। নিলামের দু’দিন আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে ৫ উইকেট নিয়ে নিজের দাবিও মজবুত করেছেন গার্ডনার। তাঁর নামে ১০৬৯ রান (১৩৩ স্ট্রাইক রেট) এবং ৪৮ উইকেট (৬.২৩ ইকোনমি) রয়েছে। অ্যাশলেই গার্ডনারের বেস প্রাইস ৫০ লক্ষ টাকা। (ছবি-AFP)
2/4ইংল্যান্ডের কিংবদন্তি অলরাউন্ডার ন্যাট সিভার বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা খেলোয়াড়। ইংল্যান্ডের অধিনায়কও হয়েছেন সিভার। টি-টোয়েন্টিতে তাঁর ১১২ স্ট্রাইক রেটে ১৯৯৯ রান এবং ৭৮টি উইকেট (৬.৪৬ ইকোনমি) রয়েছে। সিভারের পাওয়ার-হিট করার ক্ষমতা রয়েছে, যা মধ্য ওভারগুলিতে খুব কার্যকর। এছাড়াও, তিনি প্রায়শই কম ইকোনমি রেটে বোলিং করেন। তাঁর বেস প্রাইস ৫০ লক্ষ টাকা। (ছবি-AFP)
3/4অস্ট্রেলিয়ান কিংবদন্তি এলিস পেরি মহিলা ক্রিকেটের ইতিহাসে সর্বকালের সেরা খেলোয়াড়দের তালিকায় জায়গা করে নেবেন। সব ফর্ম্যাটের সুপারস্টার প্যারি গত বছরের সমস্যা ও ফর্ম থেকে সেরে উঠে দারুণ প্রত্যাবর্তন করেছেন। বল ও ব্যাট হাতে তাঁর অসাধারণ কাজ শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপেও। পেরির জন্য সব ফ্র্যাঞ্চাইজি ঝাঁপাতে চাইবে। পেরির রয়েছে ১৫১৫ রান (১১২ স্ট্রাইক রেট) এবং ১২০ উইকেট (৫.৮৪ ইকোনমি)। তার ভিত্তিমূল্য ৫০ লক্ষ টাকা। (ছবি-এএফপি)
4/4দক্ষিণ আফ্রিকার মারিজান কাপের দিকেও নজর থাকবে ফ্র্যাঞ্চাইজিদের। ৩৩ বছর বয়সী ক্যাপের টি-টোয়েন্টি ব্যাটিং রেকর্ড খুব একটা ভালো নয় এবং ৯৫ স্ট্রাইক রেটে ১১৩১ রান করেছেন কিন্তু ৬৮ উইকেট নিয়েছেন এবং ইকোনমি রেট ৫.৪৫। যদিও ক্যাপের বড় শট মারার ক্ষমতা রয়েছে এবং সাম্প্রতিক অতীতে তাঁর পারফরম্যান্সের উন্নতি হয়েছে। তিনি মহিলাদের বিবিএল এবং দ্য হান্ড্রেডে ভালো খেলা দেখিয়েছেন। ভিত্তি মূল্য ৪০ লক্ষ টাকা। (ছবি-AFP)