৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে পতাকা উত্তোলন করা হল ইডেন গার্ডেন্সেও। এই দিনটি উপলক্ষ্যে আগে থেকেই একাধিক উদ্যোগ নিয়েছিল ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। আর ইডেন গার্ডেন্সে পতাকা উত্তোলন করলেন বিসিসিআই প্রেসিডেন্ট তথা বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়।
1/5সৌরভ অবশ্য ইডেনের আগে বেহালার চৌরাস্তায় তাঁর অফিসেও পতাকা উত্তোলন করেন। তার পর তিনি ইডেনে যান। সেখানে গিয়েও পতাকা উত্তোলন করেন।
2/5স্বাধীনতা দিবসের প্রাক্কালে ইডেন গার্ডেন্সের অন্দরমহল থেকে বাইরে, গোটাটাই তেরঙ্গা রঙের আলোয় মুড়ে ফেলা হয়েছে। ইডেনের আলোক সজ্জা আগেই নজর কেড়েছে সকলের। আর সৌরভ এ দিন শহরে উপস্থিত থাকায় তাঁর হাতেই করা হল পাতাকা উত্তোলন।
3/5পতাকা উত্তোলন অনুষ্ঠানে সৌরভ গঙ্গোপাধ্যায়েক পাশাপাশি উপস্থিত ছিলেন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া, যুগ্ম-সচিব দেবব্রত দাস সহ আরও অনেকেই। সৌরভ সকলকে সঙ্গে নিয়ে একসঙ্গে পতাকা উত্তোলন করে।
4/5এ ছাড়াও দিনভর নানা কর্মসূচি ও অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সিএবির তরফে। স্বাধীনতা দিবসের উপলক্ষ্যে বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লাও একটি গান গেয়ে শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন।
5/5২৭ অগস্ট থেকে শুরু হতে চলেছে এশিয়া কাপ। দ্বিতীয় দিনই মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। আসন্ন এশিয়া কাপের জন্য ভারতীয় ক্রিকেটারদের শুভেচ্ছা জানান বোর্ড প্রেসিডেন্ট সৌরভ।