খেলতে নেমেই জোড়া গোল- ৫২ বছরের কাফুর পায়ের জাদুতে নতুন করে মুগ্ধ তিলোত্তমা
Updated: 05 Nov 2022, 08:45 PM IST৫২ বছর বয়স। দেখে কে বলবে! টানটান চেহারা, উইথ দ্য বল দৌড়, ডিফেন্স চেড়া ড্রিবল- এক কথায় অনবদ্য। ২০ বছর আগে বিশ্বকাপ জিতেছেন। কিন্তু কাফু বোধহয় এখনও ছটফটে যুবক। পজিশন রাইট ব্যাক হলেও, শনিবার একটু ওপরে উঠে খেললেন কাফু। বেঙ্গল পিয়ারলেসের জার্সিতে করলেন জোড়া গোলও।
পরবর্তী ফটো গ্যালারি