বাংলা নিউজ > ছবিঘর > ময়দান > খেলতে নেমেই জোড়া গোল- ৫২ বছরের কাফুর পায়ের জাদুতে নতুন করে মুগ্ধ তিলোত্তমা

খেলতে নেমেই জোড়া গোল- ৫২ বছরের কাফুর পায়ের জাদুতে নতুন করে মুগ্ধ তিলোত্তমা

৫২ বছর বয়স। দেখে কে বলবে! টানটান চেহারা, উইথ দ্য বল দৌড়, ডিফেন্স চেড়া ড্রিবল- এক কথায় অনবদ্য। ২০ বছর আগে বিশ্বকাপ জিতেছেন। কিন্তু কাফু বোধহয় এখনও ছটফটে যুবক। পজিশন রাইট ব্যাক হলেও, শনিবার একটু ওপরে উঠে খেললেন কাফু। বেঙ্গল পিয়ারলেসের জার্সিতে করলেন জোড়া গোলও।