জিততে পারলেন না, দেখলেন কার্ড! চোখের জল ও মেসির বার্তায় শেষ বিশ্ব ফুটবলের সুয়ারেজ অধ্যায়
Updated: 07 Sep 2024, 12:42 PM IST Sanjib Halder 07 Sep 2024 Luis Suarez, উরুগুয়ে বনাম প্যারাগুয়ে, Uruguay vs Paraguay, World Cup 2026, South American Qualifiers, Uruguay's Luis Suarez, লুইস সুয়ারেজ, ফিফা বিশ্বকাপ ২০২৬, ফিফা বিশ্বকাপ ২০২৬ কোয়ালিফায়ার, FIFA World Cup 2026, lionel messi, লিওনেল মেসি, লুইস সুয়ারেজ অবসর, Luis Suarez retirementLuis Suarez retirement: কয়েক দিন আগেই নিজের অবসর নিয়ে বড় ঘোষণা করেছিলেন লুইস সুয়ারেজ। উরুগুয়ের এই কিংবদন্তি ফুটবলার জানিয়েছিলেন, প্যারাগুয়ের বিরুদ্ধে ম্যাচেই নিজের বর্ণাঢ্য আন্তর্জাতিক কেরিয়ারের ইতি টানবেন তিনি। সেই ঘোষণার পর উরুগুয়ের জার্সিতে নিজের শেষ ম্যাচটা খেলে ফেললেন লুইস সুয়ারেজ।
পরবর্তী ফটো গ্যালারি