দল পুরোপুরি গুছিয়ে নিতে পারিনি- ডার্বিতে ATK MB-কেই এগিয়ে রাখছেন EB কোচ স্টিফেন
Updated: 27 Aug 2022, 08:04 PM ISTডুরান্ড কাপে কলকাতার ডার্বিতে পারস্পরিক দ্বৈরথে লাল হলুদের জয় ৮টি ম্যাচে, ৬টিতে জিতেছে সবুজ মেরুন, পাঁচটি ড্র হয়েছে। চলতি ডুরান্ডে ইস্টবেঙ্গল ২টি ম্যাচই গোলশূন্য ড্র করেছে। এটিকে মোহনবাগান প্রথম ম্যাচে রাজস্থান ইউনাইটেডের কাছে হারার পর মুম্বই সিটির বিরুদ্ধে ১-১ গোলে ড্র করেছে।
পরবর্তী ফটো গ্যালারি