বাংলা নিউজ > ছবিঘর > ময়দান > হাতির তত্ত্বাবধায়ক বোমান, বেইলি সহ অস্কার বিজয়ী কার্তিকি গনসালভেসকে সম্মানিত করলেন CSK-র ধোনি

হাতির তত্ত্বাবধায়ক বোমান, বেইলি সহ অস্কার বিজয়ী কার্তিকি গনসালভেসকে সম্মানিত করলেন CSK-র ধোনি

বাস্তব জীবনের নায়ক তথা হাতির তত্ত্বাবধায়ক বোমান এবং বেইলিকে ও অস্কার বিজয়ী চলচ্চিত্র নির্মাতা কার্তিক গনসালভেসকেও সম্মানিত করল চেন্নাই। প্রত্যেকের হাতে ধোনির সাত নম্বরের জার্সি তুলে দেওয়া হয়, তবে সেই জার্সিতে তাদের নাম লেখা ছিল। এই জার্সি তুলে দেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

অন্য গ্যালারিগুলি