বাস্তব জীবনের নায়ক তথা হাতির তত্ত্বাবধায়ক বোমান এবং বেইলিকে ও অস্কার বিজয়ী চলচ্চিত্র নির্মাতা কার্তিক গনসালভেসকেও সম্মানিত করল চেন্নাই। প্রত্যেকের হাতে ধোনির সাত নম্বরের জার্সি তুলে দেওয়া হয়, তবে সেই জার্সিতে তাদের নাম লেখা ছিল। এই জার্সি তুলে দেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
1/6আইপিএল দল চেন্নাই সুপার কিংস ও দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি নিজেদের পারফরমেন্স দিয়ে শুধু মাঠের মধ্যে নয়, মাঠের বাইরেও নানা কাজে লিপ্ত থেকে মাঠের বাইরেও ভক্তদের মন জিতছেন। এবারে চেন্নাই সুপার কিংস দল এবং CSK দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি একটি বিশেষ পদক্ষেপ গ্রহণ করলেন। (ছবি-ফেসবুক CSK)
2/6বাস্তব জীবনের নায়ক তথা হাতির তত্ত্বাবধায়ক বোমান এবং বেইলিকে সম্মানিত করল তারা। এর পাশাপাশি অস্কার বিজয়ী চলচ্চিত্র নির্মাতা কার্তিক গনসালভেসকেও সম্মানিত করল চেন্নাই। প্রত্যেকের হাতে ধোনির সাত নম্বরের জার্সি তুলে দেওয়া হয়, তবে সেই জার্সিতে তাদের নাম লেখা ছিল। এই জার্সি তুলে দেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। (ছবি-ফেসবুক CSK)
3/6মঙ্গলবার এমএ চিদাম্বরম স্টেডিয়ামে অনুশীলনের পর চেন্নাই দলের অধিনায়ক এমএস ধোনি ত্রয়ীকে সিএসকে জার্সি উপহার হিসাবে তুলে দেন। এই জার্সিতে তাদের নাম লেখা ছিল। উপরন্তু, চেন্নাই সুপার কিংস বুধবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে তাদের ম্যাচের আগে স্টেডিয়ামে এই দম্পতি এবং চলচ্চিত্র নির্মাতার জন্য একটি বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করবে। (ছবি-ফেসবুক CSK)
4/6চেন্নাই সুপার কিংসের মালিক রূপা গুরুনাথ, চেন্নাই সুপার কিংস ক্রিকেট লিমিটেডের সিইও কে এস বিশ্বনাথনের সঙ্গে স্মারকটি হস্তান্তর করবেন। CSK হাতিদের কল্যাণের জন্য মুদুমালাই টাইগার কনজারভেশন ফাউন্ডেশনকে একটি চেকও দেবে। (ছবি-ফেসবুক CSK)
5/6চেন্নাই সুপার কিংসের তরফ থেকে বলা হয়েছে, ‘আমরা কার্তিকিকে সম্মান জানাতে পেরে আনন্দিত, আমাদের হাতির তত্ত্বাবধায়ক বোমান এবং বেইলি, যার হৃদয়গ্রাহী গল্প বহুদূর পর্যন্ত পৌঁছেছে। এটা আমাদের সকলের জন্য অত্যন্ত গর্বের বিষয় যে আমাদের নিজস্ব স্তরে পৌঁছেছে।’ (ছবি-ফেসবুক CSK)
6/6কেএস বিশ্বনাথন বলেছেন, ‘এশীয় হাতিদের সংরক্ষণ করা সময়ের প্রয়োজন এবং আমরা আম্মু এবং রঘু দুটি হাতিকে তাদের জীবনযাত্রার ব্যয়ের জন্য অবদান রেখে আমাদের সহায়তা করতে পেরে আনন্দিত।’