কমনওয়েলথ গেমস ক্রিকেটের গ্রুপ লিগের খেলা শেষ। সেমিফাইনালে উঠেছে ৪টি দল। ছিটকে গিয়েছে চারটি দেশ। গ্রুপ লিগের খেলার শেষে সব থেকে বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকায় এক নম্বরে রয়েছেন ভারতীয় পেসার। দেখে নিন সর্বোচ্চ উইকেট শিকারিদের সেরা ছয়ের তালিকা।
1/6কমনওয়েলথ গেমস ক্রিকেটে গ্রুপের তিন ম্যাচে সব থেকে বেশি ৯টি উইকেট নিয়েছেন ভারতের রেনুকা সিং ঠাকুর। তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে ১৮ রানে ৪ উইকেট নেন। পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে ২০ রানের বিনিময়ে ১ উইকেট দখল করেন। বার্বাডোজের বিরুদ্ধে তৃতীয় ম্যাচে মাত্র ১০ রানের বিনিময়ে ৪টি উইকেট তুলে নেন।
2/6অস্ট্রেলিয়ার তালিয়া ম্যাকগ্রা গ্রুপের তিন ম্যাচে সাকুল্যে ৬টি উইকেট নিয়েছেন। তিনি ভারতের বিরুদ্ধে প্রথম ম্যাচে উইকেট পাননি। দ্বিতীয় ম্যাচে বার্বাডোজের বিরুদ্ধে ১৩ রানে ৩ উইকেট দখল করেন। পরে পাকিস্তানের বিরুদ্ধে তৃতীয় ম্যাচেও ১৩ রান খরচ করে ৩টি উইকেট পকেটে পোরেন ম্যাকগ্রা।
3/6শ্রীলঙ্কার ইনোকা রণবীরাও গ্রুপের তিন ম্যাচে ৬টি উইকেট নিয়েছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে ২৯ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন ইনোকা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে ৩০ রান খরচ করে ৩টি উইকেট তুলে নেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচে কোনও উইকেট পাননি সিংহলি তারকা।
4/6অস্ট্রেলিয়ার অ্যালানা কিং গ্রুপের তিন ম্যাচে ৫টি উইকেট নিয়েছেন। ভারতের বিরুদ্ধে প্রথম ম্যাচে কোনও উইকেট পাননি তিনি। বার্বাডোজের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে মাত্র ৮ রান খরচ করে ৪টি উইকেট তুলে নেন কিং। পাকিস্তানের বিরুদ্ধে তৃতীয় ম্যাচে ১০ রানের বিনিময়ে ১টি উইকেট পকেটে পোরেন অজি তারকা।
5/6অস্ট্রেলিয়ার জেস জোনাসেন গ্রুপের তিন ম্যাচে ৫টি উইকেট দখল করেন। ভারতের বিরুদ্ধে প্রথম ম্যাচে ২২ রানের বিনিময়ে ৪টি উইকেট নেন জেস। বার্বাডোজের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে তিনি কোনও উইকেট পাননি। পাকিস্তানের বিরুদ্ধে তৃতীয় ম্যাচে ২৬ রান খরচ করে ১টি উইকেট নেন জোনাসেন।
6/6ইংল্যান্ডের সোফি একলেস্টোন গ্রুপের ৩ ম্যাচে ৫টি উইকেট নিয়েছেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ম্যাচে ২৫ রানে ৩ উইকেট নেন সোফি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে ২১ রানে ১ উইকেট নেন তিনি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ম্যাচে ১১ রানে ১ উইকেট পকেটে পোরেন একলেস্টোন।