CWG 2022: ষষ্ঠ দিনে রেকর্ড ভারোত্তোলনে, নজির সৌরভ-তেজস্বিনের,দেখুন সাফল্যের তালিকা
Updated: 04 Aug 2022, 09:39 AM ISTভারতের ঝুলিতে এখনও পর্যন্ত এ বারের কমনওয়েলথ থেকে এসেছে ১৮টি পদক। ১০টি এসেছে ভারোত্তোলন থেকে। ৩টি জুডো, ১টি লন বল, ১টি ব্যাডমিন্টন, ১টি টেবল টেনিস, ১টি স্কোয়াশ এবং ১টি হাই জাম্প থেকে। প্রথম ভারতীয় স্কোয়াশ সিঙ্গলসে ব্রোঞ্জ জিতে ইতিহাস গড়েছেন বাংলার সৌরভ ঘোষাল।
পরবর্তী ফটো গ্যালারি