দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে প্রি-কোয়ার্টার ফাইনালের ম্যাচে খেলতে নামার আগেই টুইট করে নেইমারদের বিশেষ বার্তা দেন পেলে। অসুস্থ কিংবদন্তির বার্তা পেয়ে চনমনে হয়ে ওঠে পুরো ব্রাজিল শিবির। দক্ষিণ কোরিয়াকে ৪-১ উড়িয়ে পেলের আরোগ্য কামনায় প্রার্থনা করেন তিতের ছেলেরা।
1/10ফিফা বিশ্বকাপে রাউন্ড অব সিক্সটিনের একপেশে ম্যাচে দক্ষিণ কোরিয়াকে বিধ্বস্ত করল ব্রাজিল। তিতের প্রশিক্ষণাধীন দল পৌঁছে গেল কোয়ার্টার ফাইনালে। ম্যাচ শুরুর আগেই গোটা দলকে উদ্বুদ্ধ করতে বার্তা দিয়েছিলেন ফুটবল সম্রাট পেলে। আর এর পরেই স্টেডিয়াম ৯৭৪-এ উঠল সাম্বা ঝড়।
2/10এদিন খেলা শুরুর আগে ফুটবল সম্রাট পেলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ব্রাজিলকে উজ্জীবিত করেন। ১৯৫৮ সালের বিশ্বকাপ চলাকালীন সুইডেনের রাস্তায় নিজের ছবি পোস্ট করে পেলে লিখেছেন, ‘আমিও যেমন সে বার বাবাকে দেওয়া কথা রাখার কথা চিন্তা করতে করতে সুইডেনের রাস্তায় হাঁটছিলাম, আমি নিশ্চিত ব্রাজিল দলের অনেকেই তেমনই প্রমিস করে এ বারের বিশ্বকাপ খেলছেন। তাঁরাও প্রথম বার বিশ্বজয়ের স্বাদ পেতে চান।’
3/10রাউন্ড অব সিক্সটিনের খেলার দিকে তিনি সাও পাওলোর হাসপাতাল থেকেই চোখ রাখবেন বলে জানিয়েছিলেন। এবং ব্রাজিলের জয়ের জন্য যে প্রার্থনা করবেন, সে কথাও জানিয়েছিলেন ফুটবল সম্রাট। এ দিন ব্রাজিল যে শিল্পের ছোঁয়া দেখিয়ে জয় ছিনিয়ে নিয়েছেন. তাতে ব্রাজিল সমর্থকেরা উচ্ছ্বসিত। জানা নেই পেলে দেখে থাকলে, নিঃসন্দেহে উচ্ছ্বসিত হবেন।
4/10তবে দক্ষিণ কোরিয়াকে ৪-০ উড়িয়ে পেলের দ্রুত আরোগ্য কামনার বার্তা দেয় ব্রাজিল দল। মাঠের মাঝে পেলের ছবিসহ একটি লম্বা ব্যানার নিয়ে এই বার্তা দেন নেইমাররা। তাঁর দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করে ব্রাজিল ব্রিগেড।
5/10পুরো ব্রাজিল সহ গোটা বিশ্বই পেলের আরোগ্য কামনা করে চলেছেন। আর সেখানে নেইমাররাও নিজেদের মনের উৎকন্ঠা, আবেগ সবটাই প্রকাশ করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার পরে।
6/10ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেকে কয়েকদিন আগে শ্বাসকষ্টের কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পেলের স্বাস্থ্যের অবনতি নিয়ে নানা জল্পনা চলছে। যা নিয়ে সকলেই চিন্তায় রয়েছে। তবে পেলে কিন্তু ব্রাজিল দলের খবর ঠিকই রাখছেন।
7/10ব্রাজিলের সঙ্গে না থেকেও, তিনি যেন এই দলেরই গুরুত্বপূর্ণ উংশ হয়ে উঠেছেন। সব সময়েই তিনি তাতিয়ে চলেছেন নেইমারদের। সে যতই তিনি হাসপাতালে ভর্তি থাকুন না কেন! যতই তাঁর শারীরিক অবস্থা খারাপ হোক না কেন!
8/10শনিবার ব্রাজিলের একটি সংবাদপত্র জানিয়েছিল, পেলের অবস্থা আরও সঙ্কটজনক। প্যালিয়াটিভ কেয়ারে রাখা হয়েছে ব্রাজিলের হয়ে তিন বার বিশ্বকাপজয়ী ফুটবলারকে। কিন্তু তাঁর মেয়ে ফ্লাবিয়া নাসিমেন্টো জানিয়েছেন, পেলের শারীরিক অবস্থা মোটেও অতি সঙ্কটজনক নয়।
9/10অসুস্থ হলেও স্থিতিশীল রয়েছেন তিনি। পেলের অসুস্থতা নিয়ে যে খবর প্রকাশিত হচ্ছে, তা ঠিক নয় বলে জানিয়েছেন তিনি।
10/10পেলের শারীরিক পরিস্থিতি প্রসঙ্গে গ্লোবে টিভিকে দেওয়া সাক্ষাৎকারে ফ্লাবিয়া বলেছেন, ‘অনেকে বলছেন বাবা মৃত্যুমুখে রয়েছেন। তাঁকে রাখা হয়েছে প্যালিয়াটিভ কেয়ারে। যাঁরা এই খবর প্রচার করছেন, তাঁরা ঠিক করছেন না। আমাদের বিশ্বাস করুন। পরিস্থিতি একদমই তেমন নয়।’