সোমবার টানটান উত্তেজনার প্রি-কোয়ার্য়ারে শেষ পর্যন্ত টাইব্রেকারে জাপানকে হারায় ক্রোয়েশিয়া। অন্য শেষ ষোলোর ম্যাচে ব্রাজিল সহজেই হারায় দক্ষিণ কোরিয়াকে। আর শেষ আটে মুখোমুখি হবে বিশ্ব ফুটবলের দুই বড় শক্তি- ব্রাজিল এবং ক্রোয়েশিয়া। তাদের ম্যাচ কবে, কখন- জানুন বিস্তারিত।
1/6প্রি-কোয়ার্টার ফাইনালে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ম্যাচ ব্রাজিল একেবারে সাম্বা-ঝড় তোলে। এক তরফা ম্যাচে কোরিয়ানদের সহজে উড়িয়ে তারা কোয়ার্টার ফাইনালে ওঠে। এ দিন কোরিয়া একেবারে দাঁত ফোটাতে পারেনি।
2/6এই ম্যাচে নেইমার একাদশে ফেরেন। সেটাই যেন আত্মবিশ্বাস চারগুণ করে দেয় ব্রাজিলের। যার জেরে তারা বিরতির আগেই ৪-০ এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধের ব্রাজিল গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। বরং একটি করে যায় কোরিয়া। তবে ৪-১ ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে উঠে পড়েন নেইমাররা।
3/6আর শেষ ষোলোর দক্ষিণ কোরিয়াকে উড়িয়ে ব্রাজিল কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ক্রোয়েশিয়ার।
4/6যারা সোমবার টাইব্রেকারে হারিয়ে দিয়েছে জাপানকে। জাপান ১২০ মিনিট পর্যন্ত আটকে দিয়েছিল রাশিয়া বিশ্বকাপের রানার্সদের। খেলা ১-১ অমীমাংসিত ছিল। কিন্তু শেষ রক্ষা করতে পারেনি এশিয়ার দেশটি।
5/6ডমিনিক লিভাকোভিচের গোল্ডেন গ্লাভসই রুখে দিল জাপানকে। তিনি টাইব্রেকারে তিনটি পেনাল্টি রুখে দেয়। তার হাত ধরেই কোয়ার্টারে পৌঁছয় ক্রোয়েশিয়া।
6/6কোয়ার্টারে মুখোমুখি হবে ক্রোয়েশিয়া-ব্রাজিল। নিঃসন্দেহে দুরন্ত একটি লড়াইয়ের অপেক্ষা। ৯ ডিসেম্বর ভারতীয় সময়ে রাত সাড়ে ৮টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।