প্রি-কোয়ার্টারে আক্রমণাত্মক মেজাজে পাওয়া গিয়েছে ফ্রান্স এবং ইংল্যান্ডকে। তারা এ বারের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে। বোঝাই যাচ্ছে, এই ম্যাচটি কতটা উত্তেজনার হতে চলেছে। কবে, কখন হবে এই ম্যাচ, জেনে নিন বিস্তারিত।
2/5পোল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত ফুটবল খেলেছেন কিলিয়াম এমবাপে। তাঁর জাদুতে মুগ্ধ ফুটবল বিশ্ব। তিনি এই ম্যাচে জোড়া গোল করেন। সেই সঙ্গে মারাদোনা, রোনাল্ডোকে ছাপিয়ে বিশ্বকাপে মোট ৯ গোল করে ফেলেন। সেই সঙ্গে মেসির ৯ গোলের নজির ছুঁয়ে ফেলেন। প্রসঙ্গত, মারাদোনা, রোনাল্ডোর বিশ্বকাপের গোলসংখ্যা ৮টি করে।
3/5এ ছাড়াও পেলের রেকর্ড ভেঙে দেন। ১৯৬৬ সালে ২৬ বছর বয়সে অষ্টম গোলটি করেছিলেন পেলে। এমবাপে সেই কাজ করে ফেললেন ২৩ পার হওয়ার আগেই। শুধু এমবাপে নয়, গোটা ফ্রান্সই দুরন্ত ছন্দে রয়েছে। কোয়ার্টার ফাইনালে তারা ইংল্যান্ডের মুখোমুখি হবে।
4/5ইংল্যান্ডও দুরন্ত ছন্দে সেনেগলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে। তাদের বড় অক্সিজেন অধিনায়ক হ্যারি কেন গোল পেয়েছেন নকআউট পর্বে এসে। রাশিয়া বিশ্বকাপে গোল্ডেন বুটজয়ী তারকা কাতারে প্রি-কোয়ার্টার ফাইনালে সেনেগলের বিরুদ্ধে প্রথম গোল পেলেন।
5/5ফ্রান্স-ইংল্যান্ড- দুই হেভিওয়েট টিম নামবে কোয়ার্টার ফাইনাল খেলতে। যারা প্রি-কোয়ার্টার ফাইনালে দুরন্ত ছন্দে ছিল। কোয়ার্টার ফাইনালেই কিন্তু বিশ্বকাপ ফাইনালের ঝলক দেখা যাবে। ভারতীয় সময়ে ১১ ডিসেম্বর মাঝরাত সাড়ে ১২টায় মুখোমুখি হবে ফ্রান্স-ইংল্যান্ড।