চোট সারিয়ে দলে ফিরেই কাতার বিশ্বকাপের প্রথম গোল পেলেন নেইমার। আর এই গোলের হাত ধরেই ব্রাজিলের দুই কিংবদন্তি পেলে এবং রোনাল্ডোর নজির স্পর্শ করলেন তিনি। সেই সঙ্গে পেলের অন্য রেকর্ডও ভাঙার মুখে ব্রাজিলের তারকা ফুটবলার।
1/6চোট সারিয়ে নেইমার প্রথম একাদশে ফিরতেই বদলে গেল পুরো টিমের বডিল্যাঙ্গোয়েজই। ৪-১ গোলে কোরিয়াকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল তিতের ব্রাজিল। পেনাল্টি থেকে হলেও গোল করে নিজের আত্মবিশ্বাস বাড়ালেন নেইমার।
2/6নেইমার এই গোলের হাত ধরেই স্পর্শ করে ফেললেন পেলেকে। সেই সঙ্গে ব্রাজিলের আর এক কিংবদন্তি রোনাল্ডোর রেকর্ডও স্পর্শ করলেন তিনি।
3/6ব্রাজিলের তৃতীয় প্লেয়ার হিসেবে তিনটি আলাদা বিশ্বকাপে গোল করার নজির গড়লেন নেইমার। এত দিন এই নজির ছিল পেলে এবং রোনাল্ডোর। সেই তালিকায় এ বার নাম লেখালেন নেইমার।
4/6পেলে অবশ্য ১৯৫৮, ১৯৬২, ১৯৬৬, ১৯৭০- এই চার বিশ্বকাপেই গোল করার নজির গড়েছেন। নেইমার সেখানে আলাদা আলাদা তিন বিশ্বকাপে গোল করলেন। পরের বিশ্বকাপে সব ঠিক থাকলে আর নেইমার খেললে এবং গোল করলে পেলের আলাদা আলাদা চার বিশ্বকাপে গোলের নজিরও ছুঁয়ে ফেলবেন তিনি।
5/6ব্রাজিলের রোনাল্ডো আবার ১৯৯৮, ২০০২ এবং ২০০৬- এই তিন বিশ্বকাপেই গোল করেছেন। যে নজির ইতিমধ্যে স্পর্শ করে ফেলেছেন নেইমার।
6/6Soccer Football - FIFA World Cup Qatar 2022 - Round of 16 - Brazil v South Korea - Stadium 974, Doha, Qatar - December 5, 2022 Brazil's Neymar, Eder Militao, Pedro, Vinicius Junior, Rodrygo and Richarlison celebrate qualifying for the quarter finals REUTERS/Kim Hong-Ji