সুইৎজারল্যান্ডকে হারিয়ে প্রি-কোয়ার্টার ফাইনালসে নি... more
সুইৎজারল্যান্ডকে হারিয়ে প্রি-কোয়ার্টার ফাইনালসে নিজেদের টিকিট পাকা করে ফেলেছে ব্রাজিল। গতকাল রাতে ক্যাসিমিরোর অনবদ্য এক গোলে সাম্বার দেশ গ্রুপ পর্যায়ে ৬ পয়েন্টে পৌঁছে যায়। তবে ম্যাচ জিতলেও নিশ্চিত ভাবে নেইমারের অভাব অনুভব করেছে ব্রাজিল। এরই মাঝে গতকাল স্ট্যান্ডে দেখা যায় ‘নেইমারকে’।
1/5চোটের কারণে গ্রুপ পর্যায়ের দ্বিতীয় ম্যাচে মাঠে নামতে পারেননি নেইমার। গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচেও নেইমারের মাঠে নামতে পারার কোনও সম্ভাবনা নেই। এরই মাঝে নাকি নেইমার হোটোলে বিশ্রাম না নিয়ে মাঠে পৌঁছে যান নেইমার। স্ট্যান্ডে দাঁড়িয়েই দেখেন খেলা!
2/5আদতে নেইমারের মতো হুবহু দেখতে এক যুবক স্ট্যান্ডে দাঁড়িয়েছিলেন। অনেকেই তাঁকে দেখে ‘আসল নেইমার’ বলে ভুল করেন। পরে অবশ্য ভুল ভাঙে দর্শকদের। এদিকে ‘নকল নেইমারে’র সঙ্গে অনেককেই সেলফি তুলতে দেখা গিয়েছে। পরে সেই নকল নেইমারকে সেখান থেকে বের করে দেন নিরাপত্তারক্ষীরা।
3/5ব্রাজিলের প্রথম ম্যাচের পরে কাতারের রাস্তাতেও ‘নকল নেইমার’কে দেখে ভিড় জমে গিয়েছিল। এমনকি নকল নেইমারকে চিনতে ভুল করে নামকরা সংবাদমাধ্যম ফক্স স্পোর্টসও। নকল নেইমারের ছবি তুলে পোস্ট করে ফক্স লিখেছিল, ‘দোহার রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন নেইমার।’ পরে অবশ্য ভুল বোঝেন তাঁরা। (এপি)
4/5এদিকে আসল নেইমার এদিন হোটেলেই ছিলেন। সেখানে ফিজিয়োথেরাপির সেশন ছিল তাঁর। এই কারণে দলের সঙ্গে স্টেডিয়ামে আসেননি তিনি। ব্রাজিলিয়ান তারকাকে দ্রুত সুস্থ করার তাগিদে এই নিয়ে কোনও আপত্তি তোলা হয়নি দলের তরফে।
5/5জানা গিয়েছে, হোটেলে বিছানায় শুয়ে টিভিতে ব্রাজিলের খেলা দেখেছেন নেইমার। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে খেলা দেখার মহূর্তের ছবি দিয়েছেন নেইমার। দবের জয়তে স্বভাবতই উচ্ছ্বাসিত ব্রাজিলিয়ান তারকা।