বাংলা নিউজ > ছবিঘর > ময়দান > T20 World Cup 2022: রোহিত-কার্তিকের ব্যর্থতা, অক্ষরের ফ্লপ শো, কোহলি-সূর্য নির্ভরতা- সেমির আগে ভারতের মূল উদ্বেগ

T20 World Cup 2022: রোহিত-কার্তিকের ব্যর্থতা, অক্ষরের ফ্লপ শো, কোহলি-সূর্য নির্ভরতা- সেমির আগে ভারতের মূল উদ্বেগ

সুপার টুয়েলভের দুই গ্রুপ মিলিয়ে সবচেয়ে বেশি পয়েন্ট পেয়ে সেমিফাইনালে উঠেছে ভারত। তাদের পারফরম্যান্স নিয়েও বাহবা দেওয়া হচ্ছে। তবে টিমে বিস্তর দুর্বল জায়গা রয়েছে। যেখানে আঘাত করে সহজেই সাফল্য পেতে পারে বিপক্ষ টিম। ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল খেলতে নামার আগে যা উদ্বেগে রাখবে টিম ইন্ডিয়াকে।