বাংলা নিউজ > ছবিঘর > ময়দান > বর নেই একাদশে, স্ত্রী চুটিয়ে ঘুরছেন অস্ট্রেলিয়া, কখনও কখনও সঙ্গ দিচ্ছেন যুজিও

বর নেই একাদশে, স্ত্রী চুটিয়ে ঘুরছেন অস্ট্রেলিয়া, কখনও কখনও সঙ্গ দিচ্ছেন যুজিও

ভারত ২২ গজে লড়াই চালাচ্ছে। আর যুজবেন্দ্র চাহালের স্ত্রী ধনশ্রী শর্মা চুটিয়ে ঘুরছেন অস্ট্রেলিয়া। যদিও তাঁর হাঁটুতে চোট রয়েছে। কিন্তু সে সব পরোয়া নেই। ধনশ্রীর সোশ্যাল মিডিয়ায় উপচে পড়ছে ছবির পাহাড়। কিছু ছবিরই কোলাজ দেখে নিন এক নজরে: