বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করলেন হর্ষিত রানা। বল হাতে হায়দরাবাদের ব্যাটিং লাইনআপকে গুড়িয়ে দিলেন হর্ষিত। দুই ইনিংস মিলিয়ে নিলেন ১০টি উইকেট। এছাড়াও অন্যরা কে কী করলেন তা একবার দেখে নেওয়া যাক।
1/11হর্ষিত রানা: বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করলেন হর্ষিত রানা। বল হাতে হায়দরাবাদের ব্যাটিং লাইনআপকে গুড়িয়ে দিলেন হর্ষিত। দুই ইনিংস মিলিয়ে নিলেন ১০টি উইকেট। প্রথম ইনিংসে ৩টি এবং দ্বিতীয় ইনিংসে ৭টি উইকেট নিলেন তিনি। হায়দরাবাদের বিরুদ্ধে ৯ উইকেটে জয় পায় দিল্লি। দলকে জেতানোর পিছনে বড় ভূমিকা পালন করলেন কলকাতা নাইট রাইডার্সের এই বোলার। ম্য়াচের সেরাও হয়েছেন তিনি। ছবি- পিটিআই
2/11পুলকিত নরং: রাজস্থানের বিরুদ্ধে ১৮৩ রানে জয় পেল সার্ভিসেস। আর এই ম্যাচে দুর্দান্ত বোলিং করলেন সার্ভিসেসের বোলার পুলকিত নরং এবং পূনম পুনিয়া । প্রথম ইনিংসে ১টি উইকেট এবং দ্বিতীয় ইনিংসে ৫টি উইকেট নেন তিনি। পাশাপাশি পুলকিত নরংও বল হাতে নজর কেড়েছেন। দুই ইনিংস মিলিয়ে ১০টি উইকেট নিলেন তিনি। আর তাতেই জয় সার্ভিসেসের। ছবি: ফেসবুক
3/11দীপক চাহার: সার্ভিসেসের বিরুদ্ধে হার দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করলেন রাজস্থান দলের ক্রিকেটার দীপক চাহার। ব্যাট এবং বল উভয় দিকেই ব্যর্থ ভারতীয় দলের এই ক্রিকেটার। স্বাভাবিক ভাবেই হতাশ রাজস্থান দল। ছবি- এএফপি
4/11অভিমন্যু ঈশ্বরন: শতরান করলেন কিন্তু দলকে জেতাতে পারলেন না বাংলার অভিমন্যু ঈশ্বরন। প্রথম ইনিংস থেকে ব্যাটিং ব্যর্থতার মুখে পড়ে বাংলা। ফলে ফলোঅন করে দ্বিতীয় ইনিংসে ফের ব্যাট করতে হয় মনোজদের। তবে দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা করলেও রক্ষা হয়নি। ওড়িশার বিরুদ্ধে হারতে হল বাংলাকে। ছবি- পিটিআই
5/11সুনীল কুমার রউল: বাংলার ব্যাটিং লাইআপকে গুড়িয়ে দিলেন ওড়িশার সুনীল কুমরা রউল। ইডেনে বাংলার বিরুদ্ধে ২৭ ওভার বল করে ৯৬ রান দিয়ে নিলেন ৬টি উইকেট। প্রতীকি ছবি
6/11রবীন্দ্র জাদেজা: চোট কাটিয়ে মাঠে ফিরেছেন রবীন্দ্র জাদেজা। প্রথম ইনিংসে সেই ভাবে নজর কাড়তে পারেননি তিনি। কিন্তু দ্বিতীয় ইনিংসে নিজের জাত চেনালেন সৌরাষ্ট্রের এই অলরাউন্ডার। তামিলনাড়ুকে ১৩৩ রানে গুটিয়ে দিলেন তিনি। ১৭.১ ওভার বল করে ৫৩ রান দিয়ে নিলেন ৭ উইকেট। অজি সফরের আগে টিম ইন্ডিয়াকে স্বস্তি দিলেন জাড্ডু। তবে জাদেজা দুর্দান্ত পারফরম্যান্স করলেও জিততে পারল না সৌরাষ্ট্র। ৫৩ রানে জয় তামিলনাড়ুর। ছবি- পিটিআই
7/11জয় পাণ্ডে: কেরলের বিরুদ্ধে শতরান করলেন পন্ডিচেরির ব্যাটার জয় পাণ্ডে। ২১২ বলে ১০২ রানে অপরাজিত থাকলেন তিনি। অবশ্য কেরলের বিরুদ্ধে এই ম্যাচ শেষ পর্যন্ত ড্র হয়। পাশাপশি কৃষ্ণ পাণ্ডে অল্পের জন্য শতরান হাতছাড়া করেন। ৮৩ বলে ৯৪ রান করে ফিরে যেতে হয় তাঁকে। প্রতীকি ছবি
8/11বাসিল থাম্পি: পন্ডিচেরির বিরুদ্ধে প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেন জলজ সাক্সেনা। সেই সময়ও বল হাতে ২ উইকেট নেন বাসিল থাম্পি। দ্বিতীয় ইনিংসে দুই বোলারই পুরোপুরি ভাবে ব্য়র্থ। দ্বিতীয় ইনিংসে ১টি উইকেট নিলেন থাম্পি। ছবি- পিটিআই
9/11অজিঙ্কা রাহানে: বড় পেলেন না মুম্বইয়ের অধিনায়ক অজিঙ্কা রাহানে। মহারাষ্ট্রের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ৩০ বলে ৩৫ রান করলেন তিনি। ছবি-পিটিআই
10/11অর্জুন তেন্ডুলকর: কোনও ভাবেই রানের মধ্যে ফিরতে পারছেন না অর্জুন তেন্ডুলকর। ছত্তিশগড়ের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে মাত্র ১৩ রান করলেন মাস্টার ব্লাস্টার পুত্র। ছবি রয়টার্স
11/11যশ দুবে: ত্রিপুরার বিরুদ্ধে ৬৪ রান করলেন মধ্য়প্রদেশের যশ দুবে। ১০টি বাউন্ডারির সৌজন্যে এই রানটি করেন তিনি। তবে এই ম্যাচ ড্র হয়। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)