বিশ্বকাপ জিতে ইংল্যান্ড এবং পাকিস্তান, দুই দলের পকেটেই ঢুকছে মোটা টাকা। জস বাটলার, বেন স্টোকসরা কোটি কোটি টাকা পাচ্ছেন। রানার্স পাকিস্তান টিমও পিছিয়ে নেই। এমন কী সেমিফাইনালিস্ট ভারত এবং নিউজিল্যান্ডের পকেটেও ঢুকছে মোটা অঙ্কের পুরস্কার মূল্য। তবে আইপিএলের পুরস্কার মূল্যের অঙ্কটা আকাশছোঁয়া।
1/6টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে ইংল্যান্ড বড় অঙ্কের পুরস্কার পেলেন। ফাইনালে জেতার পুরস্কার হিসেবে ১৬ লক্ষ ডলার পাচ্ছে ইংল্যান্ড। অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ১৩ কোটি টাকা।
2/6তা ছাড়াও গ্রুপ পর্বে তিনটি ম্যাচে জেতার সুবাদে আরও ৪০ হাজার ডলার করে মোট ১ লক্ষ ২০ হাজার ডলার পাবে ইংল্যান্ড। অর্থাৎ মোট পুরস্কার ১৭ লক্ষ ২০ হাজার ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১৪ কোটি টাকার কাছাকাছি।
3/6ফাইনালে হারলেও পাকিস্তান পাচ্ছে ৮ লক্ষ ডলার। যা ভারতীয় মুদ্রায় সাড়ে ৬ কোটি টাকার কাছাকাছি। এ ছাড়া গ্রুপ পর্বে পাকিস্তানও তিনটি ম্যাচ জেতায় তারা ১ লক্ষ ২০ হাজার ডলার পাবে। মোট অর্থ ৯ লক্ষ ২০ হাজার ডলার, অর্থাৎ ভারতীয় মুদ্রায় সাড়ে ৭ কোটি টাকার কাছাকাছি পাবে তারা।
4/6ভারতীয় দল সেমিফাইনালেই বিদায় নিলেও, তারা পাচ্ছে ৪ লক্ষ ডলার। পাশাপাশি গ্রুপে চারটি ম্যাচ জেতায় পেয়েছে ১ লক্ষ ৬০ ডলার। মোট পুরস্কারমূল্য সাড়ে চার কোটি টাকার কাছাকাছি।
5/6নিউজিল্যান্ডও সেমিফাইনালে বিদায় নিয়েছিল। তবে তারাও ভারতের মতো নগদ পুরষ্কার পাচ্ছে ৪ লক্ষ ডলার। অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৩.২২ কোটি টাকা। এ ছাড়াও তিনটি গ্রুপ লিগের ম্যাচ জেতার পুরস্কার মূল হিসেবে ১ লক্ষ ২০ হাজার ডলার পাবে কিউয়ি ব্রিগেড।
6/6২০২২ আইপিএলের চ্যাম্পিয়ন দলের প্রাইজমানি ছিল ২০ কোটি টাকা। টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়নদের তুলনায় প্রায় ৭ কোটি টাকা বেশি। সেখানে পাকিস্তান সুপার লিগে ২০২২ সালে চ্যাম্পিয়ন হয়েছিল লাহোর কালান্দার্স। তাদের প্রাইজ মানি ছিল ৩.৪০ কোটি।