বিশ্বকাপের মঞ্চে ভালো পারফর্ম করতে পারা মানে বিশ্ব... more
বিশ্বকাপের মঞ্চে ভালো পারফর্ম করতে পারা মানে বিশ্ব ক্রিকেটে নিজেকে প্রতিষ্ঠিত করা। বিশ্বের তাবড় সব খেলোয়াড়রা বিশ্বকাপের মঞ্চে নিজেদের প্রমাণ করেছেন। এই বিশ্বকাপে নতুন এমন বহু খেলোয়াড় আছেন যারা ব্যাট বা বল হাতে কাঁপিয়ে দিতে পারেন ক্রিকেট বিশ্বকে। একনজরে দেখে নেওয়া যাক এমনই কিছু নবাগতদের:
1/11অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিন থেকে দক্ষিণ আফ্রিকার ট্রিস্টান স্টাবস কিংবা টিম ডেভিড থেকে অর্শদীপ সিং, এই বিশ্বকাপে সুযোগ পেয়েছেন একাধিক প্রতিভাবান ক্রিকেটার। তাঁরা বিশ্বমঞ্চ কাঁপাতে পারেন অজি ভূমে। একনজরে দেখে নিন সেই সব ক্রিকেটারদের। (ছবি - টুইটার)
2/11১. আর্শদীপ সিং: জসপ্রীত বুমরাহ নেই। এই আবহে প্রথম একাদশে নবাগত আর্শদীপ সিংহের অন্তর্ভুক্তি প্রায় নিশ্চিত। শুধু তাই নয়, প্রথম দিকে উইকেট পাওয়ার জন্য তাঁর উপর অনেকটাই নির্ভর করে থাকবে ভারতীয় দল। এখনও পর্যন্ত ভারতের হয়ে ১১ ম্যাচে ১৪ উইকেট নেওয়া অর্শদীপের মধ্যে সকলকে প্রভাবিত করার যথেষ্ট দক্ষতা রয়েছে। তাঁর সঠিক লাইন, লেংথ এবং ইয়র্কার ব্যাটারদের নাজেহাল করে দেয়। তিনি ডেথ ওভারেও বেশ প্রভাব ফেলতে পারেন।
3/11২. নাসিম শাহ: ১৯ বছর বয়সি নাসিম শাহ এবছরই প্রথমবারের জন্য টি২০ বিশ্বকাপ খেলতে নামছেন। এশিয়া কাপে দুর্দান্ত খেলে আসা নাসিমের উপর পাকিস্তানি ক্রিকেট সমর্থকদের অনেক আশা ভরসা থাকবে। এখনও পর্যন্ত আন্তর্জাতিক মঞ্চে ৯টি টি২০ ম্যাচে ১১ উইকেট পাওয়া নাসিম নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন অস্ট্রেলিয়াতেই। সেটা অবশ্য ছিল টেস্ট ম্যাচ। তবে প্রথম থেকেই ক্রিকেট বোদ্ধাদের নজর কেড়ে এসেছেন নাসিম। মসৃণ রানআপ, ভালো গতি... যদি ধারাবাহিক ভাবে লাইন, লেংথ ঠিক রেখে বল করতে পারেন তাহলে অস্ট্রেলিয়ার পিছ থেকে ভালো মদত পাবেন তিনি।
4/11৩. টিম ডেভিড: অস্ট্রেলিয়ান দলে নবাগত টিম ডেভিডকে নিয়ে উচ্ছ্বসিত তাঁর সতীর্থরা। ক্রিকেট বোদ্ধারাও টিম ডেভিডে মুগ্ধ। আইপিএল এবং আন্তর্জাতিক ক্রিকেটে এখনও পর্যন্ত নিজের প্রতিভা কিছুটা ঝলক দেখিয়েছেন টিম ডেভিড। নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারে টিম ডেভিড মাত্র ১৯ ইনিংসে ৫৯৬ রান করেছেন ডেভিড। গত আইপিএল-এ ডেভিডের স্ট্রাইকরেট ছিল ২১০! এহেন ডেভিডের উপর ভর করে অস্ট্রেলিয়া বিশ্বকাপে ধামাকা করতেই পারে।
5/11৪. হ্যারি ব্রুক: ইংল্যান্ডের উঠতি তারকা হলেন হ্যারি ব্রুকের দিকে নজর থাকবে গোটা ক্রিকেটবিশ্বের। অত্যন্ত প্রতিভাবান এই ব্যাটার নিজের জাত চিনিয়েছেন পাকিস্তানে। ধারাবাহিকভাবে সেখানে রান করে আসেন তিনি। তবে অস্ট্রেলিয়ায় সেভাবে ব্যাটে রান আসেনি তাঁর। বিশ্বকাপে ইংরেজদের প্রথম ম্যাচে তাঁর ব্যাট থেকে আসে মাত্র ৭ রান। তবে তাঁর এই ছোট আন্তর্জাতিক ক্যারিয়ারেই অনেককে প্রভাবিত করেছেন তিনি।
6/11৫. ট্রিস্টান স্টাবস: আন্তর্জাতিক টি২০ ম্যাচে প্রথমবার ব্যাট হাতে মাঠে নেমেই ইংল্যান্ডের বিরুদ্ধে করেছিলেন ঝোড়ো অর্ধশতরান। তাঁর সেই ৭২ রানের ইনিংস গোটা ক্রিকেটবিশ্বের নজর কাড়ে। মাত্র ৯ ম্যাচ খেলা স্টাবসকে তাই বিশ্বকাপের দলে রেখেছে দক্ষিণ আফ্রিকা। স্পিন ও পেস, উভয়ের বিরুদ্ধেই খেলতে সিদ্ধহস্ত স্টাবসের দিকে নজর রাখতে হবে এই বিশ্বকাপে।
7/11৬. হর্ষল প্যাটেল: গত বছর আইপিএলে ভালো পারফর্ম করেও বিশ্বকাপে জায়গা পাননি হর্ষল প্যাটেল। তবে এ বছর তিনি ভারতীয় স্কোয়াডে আছেন। ডেথ ওভারে বুমরাহর অনুপস্থিতিতে হর্ষলের উপর ভারতের ভরসা থাকবে। তাঁর মূল অস্ত্র গতি পরিবর্তন। এখনও পর্যন্ত ভারতের হয়ে ২৩ ম্যাচ খেলে ২৬টি উইকেট নিজের নামে করেছেন হর্ষল। তবে ঘরের মাঠে গত অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা সিরিজে সেভাবে দাগ কাটতে পারেননি হর্ষল। তবে আশা করা হচ্ছে বিশ্বকাপে নিজের পুরোনো ছন্দে ফিরবেন তিনি।
8/11৭. দীপক হুডা: ভারতের হয়ে মাত্র ১২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেই শতরান হাঁকিয়ে ফেলেছেন দীপক হুডা। ১৫০-র অধিক স্ট্রাইক রেটে রান করা হুডা এই বিশ্বকাপে সুযোগ পেলে নজর কাড়তে পারেন। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর গড় প্রায় ৪২। পাশাপাশি বল নিয়ে হাতও ঘোরাতে পারেন তিনি। আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে একটি উইকেটও নিজের নামে করেছেন হুডা। গত আইপিএল-এ দুর্দান্ত ফর্মেও ছিলেন তিনি।(ফাইল ছবি, সৌজন্যে এএফপি)
9/11৮. ফিল সল্ট: ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট কাঁপিয়ে দেওয়া ফিল সল্ট এই প্রথমাব বিশ্বক্রিকেটের সবচেয়ে বড় মঞ্চে নামতে চলেছেন। ঘরোয়া ক্রিকেটে টি-টোয়েন্টিতে তাঁর স্ট্রাইক রেট ১৫০-র অধিক। এহেন সল্ট ইংল্যান্ডের বিস্ফোরক ব্যাটিং অর্ডারকে আরও শক্তিশালী করে তুলতে পারেন। ১১ ম্যাচে মাত্র ২৩৫ রান করা সল্ট নিজের জাত চেনান লাহোরে পাকিস্তানের বিরুদ্ধে ৮৮ রানের ইনিংসে। এর আগে নিজের অভিষেক ম্যাচেও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অনবদ্য ৫৭ রানের ইনিংস খেলে সবাইকে মুগ্ধ করেছিলেন সল্ট।
10/11৯. দিলশান মধুশঙ্কা: মাত্র ৬টি আন্তর্জাতিক টি২০ ম্যাচ খেলা মধুশঙ্কা এশিয়া কাপে মোটামুটি ভালো বল করেছিলেন। এশিয়াকাপ জয়ী সেই দলের সদস্য দিলশান জায়গা পেয়েছেন দেশের বিশ্বকাপ দলে। মাত্র ২২ বছর বয়সি মধুশঙ্কা বিশ্বকাপের মঞ্চে ভালো প্রভাব ফেলতে পারেন। এশিয়াকাপে ভারতের বিরুদ্ধে মধুশঙ্কা তিনটি উইকেট নিয়েছিলেন।
11/11১০. ফিন অ্যালেন: ডেভন কনওয়ের সঙ্গে কিউয়িদের হয়ে ওপেনিং করতে নেমে সুপার ১২-এর প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে নাস্তাবুদ করে ছেড়ে দেন অ্যালেন। মাত্র ১৬ বলে ৪২ রানের ইনিংসই অস্ট্রেলিয়াকে আর ঘুরে দাঁড়াতে দেয়নি বিশ্বকাপের প্রথম ম্যাচে। আন্তর্জাতিক টি২০ ম্যাচে অ্যালেনের ক্যারিয়ার স্ট্রাইকরেট ১৬৬। তাঁর বিস্ফোরক ব্যাটিং এবছর ব্ল্যাকক্যাপদের বহুদূর নিয়ে যেতে পারে।