বাংলা নিউজ > ছবিঘর > ময়দান > IND vs AUS: কোন পাঁচটি টক্কর জমিয়ে দেবে সিরিজ, বলে দিল ICC

IND vs AUS: কোন পাঁচটি টক্কর জমিয়ে দেবে সিরিজ, বলে দিল ICC

ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যে চারটি টেস্ট ম্যাচের সিরিজ অনুষ্ঠিত হতে চলেছে। এই সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ৯ ফেব্রুয়ারি নাগপুরে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বিবেচনায় ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে বর্ডার-গাভাসকর ট্রফি খুবই গুরুত্বপূর্ণ। এই সিরিজের আগে দুই দেশের পাঁচজন করে ক্রিকেটারকে বেছে নিয়েছে আইসিসি। মনে করা হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে এই সিরিজে এই দশ ক্রিকেটারের মধ্যে জমে উঠবে লড়াই। এদের মধ্যে বর্ডার-গাভাসকর ট্রফিতে পারস্পরিক যুদ্ধ দেখা যেতে পারে। আইসিসির এই তালিকায় বিরাট কোহলি এবং প্যাট কামিন্সের মতো বড় নাম রয়েছে।

অন্য গ্যালারিগুলি