India vs Australia 1st ODI: ওয়াংখেড়েতে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে অস্ট্রেলিয়াকে হারালেও নিখুঁত ক্রিকেট উপহার দিতে পারেনি ভারত। কোন কোন বিষয়গুলি ভারতীয় টিম ম্যানেজমেন্টকে দুশ্চিন্তায় রাখবে, দেখে নিন একনজরে।
1/5বাংলাদেশ সফরে ওয়ান ডে ম্যাচে ডাবল সেঞ্চুরি করলেও ইশান কিষাণের ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। শুভমন গিল যেমন যে কোনও ফর্ম্যাটে যখনই ব্যাট হাতে মাঠে নামার সুযোগ পেয়েছেন, নিজেকে প্রমাণ করেছেন, ইশান তেমনটা করতে ব্যর্থ। রোহিতের অনুপস্থিতিতে মাঠে নামার সুযোগ পেয়েও ওয়াংখেড়ের প্রথম ওয়ান ডে ম্যাচে পুরোপুরি ব্যর্থ হন ইশান। ওয়ান ডে ও টি-২০ মিলিয়ে শেষ ১০টি ইনিংসে ইশানের ব্যক্তিগত সংগ্রহ যথাক্রমে ৩৭, ২, ১, ৫, অপরাজিত ৮, ১৭, ৪, ১৯, ১ ও ৩ রান। ছবি- এএনআই।
2/5শুভমন গিল স্টইনিস ও অ্যাবটের জোড়া ক্যাচ ধরলেও তার আগে একজোড়া ক্যাচ মিস করেন। একবার কুলদীপের বলে স্লিপে গ্রিনের ক্যাচ ছাড়েন গিল। পরে শামির বলে স্লিপে স্টইনিসের ক্যাচ মিস করেন তিনি। হতে পারে গ্রিন ও স্টইনিস পড়ে পাওয়া জীবনদান কাজে লাগাতে পারেননি। তবে এমন খারাপ ফিল্ডিং ভারতীয় দলকে দুশ্চিন্তায় রাখবে নিশ্চিত। ছবি- টুইটার।
3/5ছোটখাটো লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমেও ভারত একসময় চাপে পড়ে যায়। আসলে ধীরে-সুস্থে জয়ের লক্ষ্যে পৌঁছে যাওয়ার সুযোগ থাকলেও শুরুর দিকে সতর্কতা দেখাননি ভারতীয় ব্যাটসম্যানরা। শুরুতেই পরপর আউট হয়ে বিরাট কোহলি, সূর্যকুমার যাদবরা পরবর্তী ব্যাটসম্যানদের কাজ কঠিন করে তোলেন। লোকেশ রাহুল ও রবীন্দ্র জাদেজা যে রকম ধৈর্য সহকারে ব্যাটিং করেন, টপ অর্ডার ব্যাটসম্যানদের ঠিক সেটাই করা দরকার ছিল। অস্বীকার করার উপায় নেই যে, একসময় হারের আতঙ্ক চেপে বসেছিল টিম ইন্ডিয়ার ঘাড়ে। ছবি- এএনআই।
4/5সূর্যকুমার যাদব টি-২০ ক্রিকেটে ভারতীয় দলের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছেন। তবে ওয়ান ডে ও টেস্টে জাতীয় দলকে নির্ভরতা দিতে পারছেন না। শ্রেয়স আইয়ার ফিট থাকলে সূর্যর ওয়ান ডে ক্রিকেটে মাঠে নামা নিশ্চিত নয়। তবে শ্রেয়সের অনুপস্থিতিতে ওয়াংখেড়েতে পড়ে পাওয়া সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন তিনি। শূন্য রানে আউট হয়ে নিজের রাস্তা কঠিন করে তোলেন যাদব। ছবি- এএফপি।
5/5রোহিত শর্মার অনুপস্থিতিতে ভারত ম্যাচ জিতে এটা প্রমাণ করে দিয়েছে যে, আপৎকালীন পরিস্থিতিতে তারকা ক্রিকেটারদের ছাড়াও জয় তুলে নিতে পারে তারা। তবে ওপেনে রোহিতের অভাব চোখে পড়ে স্পষ্ট। গিল-ইশান জুটি ভারতীয় দলকে শক্ত ভিতে বসিয়ে দিতে পারেননি। ছবি- পিটিআই।