IND vs AUS: অজিদের মতো অভিনব অনুশীলন নয়, সাবেকি কায়দায় প্র্যাকটিসে নামল ভারত
Updated: 03 Feb 2023, 05:00 PM IST Sanjib Halder 03 Feb 2023 india vs australia test series, india vs australia, team india practice, bcci, টিম ইন্ডিয়া, বর্ডার-গাভাসকর ট্রফি, border-gavaskar trophy, ভারত বনাম অস্ট্রেলিয়া, বিসিসিআইভারতীয় ক্রিকেট দলের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। চলতি মাসে বর্ডার-গাভাসকর ট্রফিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলতে হবে টিম ইন্ডিয়াকে। এই সিরিজেই তাদের আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট ঠিক হওয়ার কথা। অবশ্য ভারত ঘরের মাঠে সিরিজ খেলবে কিন্তু স্বাগতিক দলকে ঘরের মাঠে লড়াই দেওয়ার ক্ষমতা আছে অস্ট্রেলিয়ারও। এই বড় চ্যালেঞ্জের জন্য প্রস্তুতি নিতে শুরু করে দিল টিম ইন্ডিয়া। দলের অনুশীলনের কিছু ছবি পোস্ট করেছে বিসিসিআই।
পরবর্তী ফটো গ্যালারি