India vs Bangladesh 3rd ODI: চতুর্থ ভারতীয় তথা বিশ্বের সপ্তম ব্যাটসম্যান হিসেবে ওয়ান ডে ক্রিকেটে দ্বিশতরান করেন ইশান কিষাণ।
1/9সব থেকে কম বলে ওয়ান ডে ক্রিকেটে ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়েন ইশান কিষাণ। চট্টগ্রামে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের তৃতীয় ওয়ান ডে ম্যাচে তিনি ২৩টি চার ও ৯টি ছক্কার সাহায্যে ১২৬ বলে দ্বিশতরান পূর্ণ করেন। ইশান ভেঙে দেন ক্রিস গেইলের রেকর্ড। গেইল ২০১৫ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৩৮ বলে ডাবল সেঞ্চুরি করেছিলেন। ছবি- এপি।
2/9চতুর্থ ভারতীয় হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করার নজির গড়েন ইশান। তাঁর আগে ভারতীয়দের মধ্যে এমন কৃতিত্ব অর্জন করেছেন সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র সেহওয়াগ ও রোহিত শর্মা। সার্বিকভাবে বিশ্বের সপ্তম ক্রিকেটার হিসেবে ওয়ান ডে ক্রিকেটে ২০০ রান করেন ইশান। বিদেশিদের মধ্যে মার্টিন গাপ্তিল, ক্রিস গেইল ও ফখর জামানের রয়েছেন এমন কৃতিত্ব। ছবি- এপি।
3/9একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে রোহিত শর্মা একাই ৩টি ডাবল সেঞ্চুরি করেছেন। ওয়ান ডে ক্রিকেটে সব থেকে বেশি রানের ব্যক্তিগত ইনিংস খেলার রেকর্ড রয়েছে হিটম্যানের নামেই। রোহিত ২০১৪ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৬৪ রান করেন। তিনি ২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০৯ রান করেন। ২০১৭ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২০৮ রান করে অপরাজিত থাকেন হিটম্যান। ছবি- এএফপি।
4/9২০১৫ সালে ওয়েলিংটনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২৩৭ রানের অনবদ্য ইনিংস খেলে অপরাজিত থাকেন মার্টিন গাপ্তিল। ওয়ান ডে ক্রিকেটে সব থেকে বেশি রানের ইনিংসের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে গাপ্তিলের ডাবল সেঞ্চুরিটি। ছবি- রয়টার্স।
5/9২০১১ সালে ইন্দোরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২১৯ রানের অনবদ্য ইনিংস খেলেন বীরেন্দ্র সেহওয়াগ। ভারতীয়দের মধ্যে এটি ওয়ান ডে ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ ও সার্বিকভাবে একদিনের ক্রিকেটের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। ছবি- আইসিসি টুইটার।
6/9২০১৫ সালে ক্যানবেরায় জিম্বাবোয়ের বিরুদ্ধে ২১৫ রানের অনবদ্য ইনিংস খেলেন ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিস গেইল। ছবি- রয়টার্স।
7/9২০১৮ সালে বুলাওয়েতে জিম্বাবোয়ের বিরুদ্ধে অপরাজিত ২১০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন পাক তারকা ফখর জামান। ছবি- এএফপি।
8/9ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে ব্যক্তিগত ডাবল সেঞ্চুরি করেন সচিন তেন্ডুলকর। তিনি ২০১০ সালে গোয়ালিয়রে দক্ষিণ আফ্রিকার বরুদ্ধে ২০০ রান করে অপরাজিত থাকেন। ছবি- বিসিসিআই টুইটার।
9/9ইশান কিষাণ চট্টগ্রামে ২৪টি চার ও ১০টি ছক্কার সাহায্যে ১৩১ বলে ২১০ রান করেন। ওয়ান ডে ক্রিকেটে ভারতীয়দের মধ্যে এটি তৃতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। সার্বিকভাবে ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে এটি যুগ্মভাবে পঞ্চম সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। ইশান সব থেকে কম বয়সে ওয়ান ডে ক্রিকেটে ডাবল সেঞ্চুরির করার রেকর্ডও নিজের দখল নেন। ছবি- এপি।