Five reasons why India won match: টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ সেমিফাইনালে ইংল্যান্ডকে দাঁড়াতেই দিল না রোহিত অ্যান্ড কোম্পানি। জোস বাটলারদের ৬৮ রান হারিয়ে ফাইনালে নিজেদের জায়গা পাকা করল রোহিত শর্মারা। এবার প্রশ্ন হল, কোন পাঁচটা বড় কারণের জন্য ভারতীয় দল এমনটা করতে পেরেছে। চলুন একবার দেখে নেওয়া যাক-
1/6 ২০২২ সালের বদলাটা যেন সুদে আসলে নিয়ে নিল ভারত। টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ সেমিফাইনালে ইংল্যান্ডকে যেন দাঁড়াতেই দিল না রোহিত অ্যান্ড কোম্পানি। জোস বাটলারদের ৬৮ রান হারিয়ে ফাইনালে নিজেদের জায়গা পাকা করল রোহিত শর্মারা। এবার প্রশ্ন হল, কোন পাঁচটা বড় কারণের জন্য ভারতীয় দল এমনটা করতে পেরেছে। চলুন একবার দেখে নেওয়া যাক- (ছবি-AFP)
2/6 প্রথম কারণ হল ম্যাচের টস। এই ম্যাচে টস জিতে ফিল্ডিং নিয়েছিলন জোস বাটলার। তবে সেই সময়ে রোহিত শর্মা বলেছিলন এই পিচে প্রথমে ব্যাট করাটাই সুবিধের হবে। অর্থাৎ রোহিত বোঝাতে চেয়েছিলেন প্রথমে ব্যাট করার মধ্যেই লুকিয়ে রয়েছে ম্যাচ জয়ের চাবিকাঠি। সেটা যে তিনি ভুল বললেননি তা ম্যাচের মধ্যেই বোঝা গেল। আর যদি টস জেতার পরে জোস বাটলার ব্যাটিং নিতেন তাহলে ম্যাচের ফল অন্য হতেই পারত। (ছবি-BCCI-X)
3/6 রোহিত শর্মার ব্যাটিং ভারতকে সেমিফাইনাল জেতাতে সব থেকে বড় ভূমিকা পালন করেছিল। বিরাট কোহলি ৯ রান ও ঋষভ পন্ত যখন ৪ রান করে আউট হন তখন সামনে থেকে লড়াই চালান রোহিত শর্মা। মাত্র ৩৯ বলে ছয়টি চার ও ২টি ছক্কা হাঁকিয়ে ৫৭ রানের ইনিংস খেলেন তিনি। রোহিতের এই ইনিংস ভারতকে ম্যাচ জেতাতে বড় ভূমিকা পালন করে। (ছবি-এএনআই)
4/6 তবে শুধু রোহিতের ব্যাটিং নয়, এই ম্যাচে জেতাতে অন্যতম বড় ভূমিকা পালন করেছিল রোহিতের সঙ্গে সূর্যকুমার যাদবের পার্টনারশিপ। ৫.২ ওভারে ভারত যখ ৪০ রানে ২ উইকেট হারিয়েছিল তখন বেশ চাপে ছিল টিম ইন্ডিয়া। তবে সেখান থেকে দলকে তুলে আনে রোহিত-সূর্যের জুটি। ৫০ বলে ৭৩ রান করে টিম ইন্ডিয়াকে ম্যাচ জয়ের রসদ দিয়েছিল এই জুটি। (ছবি-AP)
5/6 এই সময়ে বড় ভুল করে বসেন জোস বাটলার। স্পিনের এই পিচে ইংল্যান্ডের অধিনায়ক মইন আলিকে দিয়ে বোলিংই করালে না। বিশেষজ্ঞরা বলছে যদি এই ম্যাচে মইন আলি বোলিং করতেন তাহলে ভারত হয়তো ২০ থেকে ২৫ রান কম করত আর সেটাই ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে যেত। ফলে জোস বাটলারের ভুল সিদ্ধা্তও ভারতের ম্যাচ জয়ের অন্যতম বড় কারণ। (ছবি-এএনআই)
6/6 গায়ানার এমন পিচে প্রথমে ব্যাট করে স্কোর বোর্ডে ১৭১ রান তুলেই প্রতিপক্ষকে চাপে ফেলে দিয়েছিল ভারত। তবে এর মাঝেই জ্বলে ওঠে ভারতের স্পিন আক্রমণ। যা ভারতের এই ম্য়াচ জয়ের অন্যতম বড় কারণ। অক্ষর প্যাটেলের অলরাউন্ড পারফরমেন্স এই ম্যাচ জয়ের আরও একটি বড় কারণ। অক্ষর প্যাটেল নিজের কোটার চার ওভারে ২৩ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন। এর পাশাপাশি কুলদীপ যাদব ৪ ওভারে ১৯ রান দিয়ে নেন তিন উইকেট। (ছবি-AP)